

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২২-২৩ এর প্রথম ৩ রাউন্ডের ম্যাচের সূচি প্রকাশ করেছে সিসিডিএম। ১২ দলের এই টুর্নামেন্টের পর্দা উঠবে ১৫ মার্চ।
যেসকল দল খেলবে এবারের ডিপিএলে-
১. শেখ জামাল ধানমন্ডি ক্লাব
২. লেজেন্ডস অব রুপগঞ্জ
৩. প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
৪. আবাহনী লিমিটেড
৫. রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
৬. গাজী গ্রুপ ক্রিকেটার্স
৭. মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড
৮. শাইনপুকুর ক্রিকেট ক্লাব
৯. ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড
১০. সিটি ক্লাব
১১. অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাব
১২. ঢাকা লেপার্ডস।
প্রথম ৩ রাউন্ডের ম্যাচ মোট ৪ ভেন্যুতে মাঠে গড়াবে। সা ভারের বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) ৩ ও ৪, ফতুল্লার খান সাহেব ওসমান আলি ক্রিকেট স্টেডিয়াম ও মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
১৫ মার্চ মিরপুরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে ঢাকা লেপার্ডসের বিপক্ষে। ফতুল্লায় একই সময়ে (৯ঃ৩০) শুরু হবে লেজেন্ডস অব রুপগঞ্জ ও অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও সিটি ক্লাব লড়বে বিকেএসপি ৩ এ।
আবাহনী লিমিটেড ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে ১৬ মার্চ, মিরপুরে। বিকেএসপি ৩ এ রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ফতুল্লায় মোহামেডান লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে।
একদিন বিরতি দিয়ে ১৮ মার্চ শুরু হবে ২য় রাউন্ড। বিকেএসপি ৩ এ শেখ জামালের প্রতিপক্ষ অগ্রনী ব্যাংক। মিরপুরে লেজেন্ডস অব রুপগঞ্জের সিটি ক্লাব। ফতুল্লাতে প্রাইম ব্যাংকের ব্রাদার্স ইউনিয়ন।
১৯ মার্চ ফতুল্লাতে আবাহনী-শাইনপুকুরের লড়াই। মিরপুরে রুপগঞ্জ টাইগার্সের প্রতিপক্ষ মোহামেডান। বিকেএসপি ৩ এ ঢাকা লেপার্ডস খেলবে গাজী গ্রুপের সঙ্গে।
একদিন বিরতি দিয়ে ২১ মার্চ শুরু ৩য় রাউন্ডের খেলা। ফতুল্লায় শেখ জামালের প্রতিপক্ষ সিটি ক্লাব। লেজেন্ডস অব রুপগজ ও ব্রাদার্স ইউনিয়ন লড়বে বিকেএসপি ৩ এ। মিরপুরে হবে প্রাইম ব্যাংক ও শাইনপুকুরের ম্যাচ।
২২ মার্চ মিরপুরে আবাহনী-মোহামেডান লড়াই। বিকেএসপি ৪ এ রুপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপের ম্যাচ। বিকেএসপি ৩ এ অগ্রনী ব্যাংক ও ঢাকা লেপার্ডস মুখোমুখি হবে।