

বোর্ডার-গাভাস্কার সিরিজ জুড়ে ছিল বোলারদের দাপট, বিশেষ করে স্পিনারদের কথা বলতেই হয়। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার পাশাপাশি কম যাননি অস্ট্রেলিয়ার নাথান লায়ন, ম্যাথু কুহনেম্যান ও টড মার্ফিরা। কিন্তু সিরিজের শেষ টেস্টে এসে যেন উলটে গেল পাশার দান, সিরিজ জুড়ে স্পিন নির্ভর ভারত যেন খোলস ছেড়ে বের হতে চাইল। স্পোর্টিং উইকেটে কোনো রকম শেষ টেস্ট যেন ড্র করলেই বাঁচে রোহিত শর্মা ও ভিরাট কোহিলরা। তাতে অবশ্য ভারতের হারানোর কোনো কিছু নেই, আহমেদাবাদ টেস্ট ড্র করতে পারলেই তারা ২-১ সিরিজ জিতে যাবে অনায়াসে।
সেই পরিকল্পনাতেই তৈরি করা হয়েছে আহমেদাবাদ টেস্টের উইকেট। যেখানে তিন দিন ধরে রাজত্ব করছেন ব্যাটাররা। অস্ট্রেলিয়ার উসমান খাজা ও ক্যামেরুন গ্রিনের পর ভারতের শুবমান গিল ও ভিরাট কোহলিরা রান করছেন দেদারসে। খাজা ও গ্রিনের সেঞ্চুরির জবাব ভারত দিয়েছে গিলের (১২৮) সেঞ্চুরিতে। দিন শেষে ভিরাট কোহলি আছেন ৫৯ রানে অপরাজিত। চতুর্থ দিনে হয়তো ভিরাট ফিফটিকে সেঞ্চুরিতে রুপ দিতে চাইবেন। তাহলে অস্ট্রেলিয়ার জোড়া সেঞ্চুরির জবাবটা জোড়া সেঞ্চুরিতে দিয়ে দিবে ভারত।
শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগের দিনের ৩০ রানে নিয়ে খেলা শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল। দলীয় ৭৪ রানে রোহিতকে (৩৫) আউট করে উদ্বোধনী জুটি ভাঙেন কুহনেম্যান।
তবে উইকেটে দারুণ ছন্দে সাবলীল ব্যাটিং করেন আরেক ওপেনার গিল। তিনে নামা চেতেশ্বর পুজারাকে নিয়ে দ্বিতীয় উইকেটে গিল গড়েন ১১৩ রানের জুটি। সেই জুটি গড়ার পথে গিল ফিফটির পর করেন সেঞ্চুরি। ইনিংসের ৬২তম ওভারে মার্ফিকে বাউন্ডারি হাঁকিয়ে ১৯৪ বলে সেঞ্চুরি স্পর্শ করেন গিল। সেই ওভারের শেষ বলে গিল হারান পুজারাকে (৪২)। দলীয় ১৮৮ রানে তাকে ফেরান মার্ফি। ফলে ১১৩ রানে থামে গিল-পুজারার দ্বিতীয় উইকেট জুটি।
সেঞ্চুরির পর গিলও নিজের ছন্দ ধরে রাখতে পারেননি, ভারতের সংগ্রহ আড়াইশোর কাছাকাছি যেতেই তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লায়ন। ফলে দলীয় ২৪৫ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে গিল ২৩৫ বলে ১২৮ রানের অনবদ্য ইনিংসটি উপহার। গিল ১২৮ রানের মূল্যবান ইনিংসটি সাজান ১২ চার ও ১ ছক্কায়।
গিলের বিদায়ের পর উইকেট শক্ত হাতে আঁকড়ে ধরেন ভিরাট। জাদেজার সাথে অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটি গড়ে ভিরাট দিন শেষ করেন অপরাজিত থেকে। ফিফটি করে ভিরাট অপরাজিত আছেন ৫৯ রানে। আর জাদেজা খেলছেন ১৬ রান নিয়ে।
তৃতীয় দিন শেষে ৯৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করেছে ২৮৯ রান।
ভারতের পড়া ৩ উইকেটের তিনটিই নিয়েছেন অস্ট্রেলিয়ার তিন স্পিনার লায়ন, মার্ফি ও কুহনেম্যান। মিচেল স্টার্ক (১৭) ও ক্যামেরুন গ্রিন (১০) মিলে ২৭ ওভার করলেও কোনো উইকেট জুটেনি তাদের ঝুলিতে।
এর আগে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে উসমান খাজা (১৮০) ও ক্যামেরুন গ্রিন (১১৪) জোড়া সেঞ্চুরিতে ১৬৭.২ ওভারে ৪৮০ রান সংগ্রহ করে। ভারতের হয়ে অশ্বিন নেন ৬ উইকেট। আর মোহাম্মদ শামি শিকার করেন ২টি উইকেট।
তৃতীয় দিন শেষে তাই অস্ট্রেলিয়া এগিয়ে আছে ১৯১ রানে।