বাভুমার রাজসিক প্রত্যাবর্তনের ম্যাচে প্রোটিয়াদের বড় জয়

৮৮ ইনিংস পর বাভুমার সেঞ্চুরি
Vinkmag ad

৮৮ ইনিংস ও ২৬২১ দিন পর পেয়েছেন সেঞ্চুরি, সেটাকে টেনে নিয়ে গিয়েছেন ডাবল সেঞ্চুরির খুব কাছেই। তবে সেটাকে ডাবল রুপ দিতে পারেননি টেম্বা বাভুমা, ফিরেছেন ১৭২ রানে। তাতে অবশ্য তার দলের জয় আটকাতে পারেনি ক্রেইগ ব্র‍্যাথওয়েটরা, বাভুমার অধিনায়কোচিত সেঞ্চুরিতে ২৮৪ রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সাথে ২ ম্যাচের টেস্ট সিরিজ প্রোটিয়া জিতে নিয়েছে ২-০ তে।

জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ৩৯১ রানের লক্ষ্য বেধে দেয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। শনিবার জোহানেসবার্গে সেই রান তাড়া করতে নেমে ক্রেইগ ব্র‍্যাথওয়েটরা গুটিয়ে গেছেন মাত্র ১০৬ রানে। কাগিসো রাবাদা, সিমন হারমার ও কেশব মহারাজের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩৪ রানেই ছয় উইকেট হারায় ক্যারিবীয়রা। শেষ দিকে গেরাল্ড কোয়েটজে নিজের স্পিন জাদুতে জেসন হোল্ডার, জশুয়া ডি সিলভা ও কেমার রোচকে বেধে ফেলে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেন মাত্র ১০৬ রানে। রান তাড়ায় সর্বোচ্চ ৩৪ রান আসে ডি সিলভার ব্যাট থেকে। এছাড়া জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে ১৯ রান আর ক্রেইগ ব্র‍্যাথওয়েট করেন ১৮ রান।

২৮৪ রানের বিশাল জয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। প্রোটিয়াদের এমন বিশাল জয়ের মূল কারিগর সিমন হারমার ও গেরাল্ড কোয়েটজে শিকার করেন ৩টি করে উইকেট। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন কাগিসো রাবাদা ও কেশব মহারাজ।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক বাভুমার অনবদ্য ১৭২ রানের ইনিংসে ৩২১ রান করে দক্ষিণ আফ্রিকা। ৮৮ ইনিংস পরে সেঞ্চুরি করা বাভুমা ১৭২ রানের ইনিসটি খেলতে বল খেলেন ২৮০টি। যেখানে হাঁকান ২০টি বাউন্ডারি। এছাড়া উইয়ান মুলডারের ব্যাট থেকে আসে ৪২ রান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট শিকার জেসন হোল্ডার ও কাইল মেয়ার্স। আলজারি জোসেফ নেন ২ উইকেট। একটি করে উইকেট শিকার করেন কেমার রোচ ও রেমন রেইফার।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৩২০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ জেসন হোল্ডারের অপরাজিত ৮১ রানে ভর করে তুলে ২৫১ রান। এছাড়া কাইল মেয়ার্স করেন ২৯ রান আর রস্টন চেজের ব্যাট থেকে আসে ২৮ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪ ওভারে ৪১ রানে ৩ উইকেট শিকার করেন গেরাল্ড কোয়েটজে। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন কাগিসো রাবাদা ও সিমন হারমার আর ১টি করে উইকেট নেন উইয়ান মুলডার ও কেশব মহারাজ।

প্রথম ইনিংস থেকে ৬৯ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।

তার আগে এইডেন মার্করাম (৯৬) ও টনি ডি জর্জি (৮৫) জোড়া ফিফটিতে ৩২০ রান করে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন আলজারি জোসেফ, কাইল মেয়ার্স ও গুদাকেশ মতি।

সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে তিন দিনেই ৮৭ রান জয় পেয়েছিল স্বাগতিকরা। আজ দ্বিতীয় ম্যাচে ২৮৪ রানের বিশাল জয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে হারিয়ে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসে ২৭ আর দ্বিতীয় ইনিংসে ১৭২ রানের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ সেরা হয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

দুই ম্যাচে এক সেঞ্চুরি আর এক ফিফটিতে ৬৯ গড়ে ২৭৬ রান করে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এইডেন মার্করাম।

৯৭ ডেস্ক

Read Previous

৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে দেখতে চান হাসান মাহমুদ

Read Next

কাল আসছে আয়ারল্যান্ড, সময়সূচী জানাল বিসিবি

Total
0
Share