

আজ থেকে ঠিক তিন বছর আগে বাংলাদেশের জার্সি গায়ে হাসান মাহমুদ আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। টি-টোয়েন্টি অভিষেকের এক বছরের মধ্যেই ওয়ানডে ক্রিকেটে আগমন। হাসান মাহমুদ এই সময়কালে নিজেকে প্রমাণ করেছেন, হয়েছেন প্রতিপক্ষের ব্যাটারদের ভয়ের কারণ। চট্টগ্রামে দুই দিন আগেই ইংলিশ ব্যাটিং লাইনকে করেছেন নাজেহাল। ইন্টারন্যাশনাল ক্রিকেটাঙ্গনে পাঁচশো উইকেট শিকারের মাইলফলক ছুঁয়ে দেখতে চান তরুণ হাসান মাহমুদ।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুর হোম অব ক্রিকেটে লড়াইয়ে নামার আগে প্রেস কনফারেন্সে হাসান মাহমুদ বললেন ক্যারিয়ার শেষে নামের পাশে পাঁচশো উইকেট দেখতে চান তিনি।
‘অবশ্যই ৫০০ উইকেট।’
এখন পর্যন্ত ১১ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলা পেসার হাসান মাহমুদের ঝুলিতে আছে ১৫ উইকেট। আর ৬ ওয়ানডেতে নিয়েছেন ৮ উইকেট।
মিরপুরের উইকেটে বোলাররাই বেশি স্বাচ্ছন্দ্যে থাকেন; এমনটা জেনেই হাসান মাহমুদের ভাষ্য মোমেন্টাম ধরে রেখে সিরিজ জিতবে বাংলাদেশ।
‘মিরপুরে খেলা যেহেতু ভালো উইকেটই হবে। আমরা এখন পর্যন্ত খুব ভালো করেছি। চেষ্টা থাকবে এখানেও ওদের (ইংল্যান্ড) হারানোর। প্রথম ম্যাচে হারিয়েছি, মোমেন্টাম আমাদের দিকে। চেষ্টা থাকবে মোমেন্টাম ধরে রাখার। আমরা সিরিজ জিতব ইনশাআল্লাহ্।’
চট্টগ্রামে সিরিজের উদ্বোধনী ম্যাচে ৬.৫০ ইকোনমিতে হাসান মাহমুদ খরচ করেন মোট ২৬ রান। দখলে নেন বিগ ফিশ জস বাটলার ও স্যাম কারেনের উইকেট।