দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে ২০ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা
Vinkmag ad

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ১ মে থেকে শুরু হওয়া ২০২৩/২৪ মৌসুমের জন্য প্রোটিয়া পুরুষদের চুক্তিবদ্ধ স্কোয়াড ঘোষণা করেছে। মোট কেন্দ্রীয় চুক্তির সংখ্যা ১৬ থেকে ২০ এ বেড়েছে। নতুন মুখ পাঁচজন।

আগের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ সদস্য থেকে এবার বেড়ে হলো ২০। নতুন হিসেবে চুক্তিতে যুক্ত হয়েছেন পাঁচজন।

বিজর্ন ফরটুইন, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেল্টন, সিসান্ডা মাগালা, মার্কো জানসেন প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে।

২০২২-২৩ মৌসুমের চুক্তিতে থাকলেও এবার নেই ডোয়াইন প্রিটোরিয়াস, ইয়ানেমান মালান, আন্দিলে ফেলুকওয়ায়ে।

এবারও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাননি তারকা ব্যাটার রাইলি রুশো, কাইল ভেরেইনে। তবে ওয়েইন পারনেল চুক্তিবদ্ধ দলে ফিরে এসেছেন।

২০২৩/২৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে যারা:

টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, বিজর্ন ফরটুইন, রেজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কিগান পিটারসেন, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, তাব্রাইজ শামসি, ট্রিস্টান স্টাবস এবং র‍্যাসি ভ্যান ডার ডুসেন।

৯৭ ডেস্ক

Read Previous

রুশোর তান্ডবে জালমির ২৪২ টপকিয়েছে মুলতান

Read Next

মিচেল-হেনরির ব্যাটে ক্রাইস্টচার্চ টেস্টে লড়াইয়ে ফিরেছে নিউজিল্যান্ড

Total
0
Share