

দক্ষিণ আফ্রিকার পেসার অ্যালান ডোনাল্ড যে সময় খেলতেন, যে কোনো ব্যাটারদের জন্য সে দুঃস্বপ্ন ছিল! লঙ্কান ব্যাটার হাথুরুসিংহেও তাকে মোকাবিলা করতে নেমে পড়েছেন বিপাকে। এবার হাথুরু-ডোনাল্ড একসাথে, একই কিট গায়ে বাংলাদেশ বিমানে পাশাপাশি সিটে। স্মৃতি রোমন্থন করলেন হাথু; বললেন ‘২২ গজে তার সামনে মুখোমুখি হওয়ার চেয়ে পাশাপাশি বসে থাকা অনেক আরামদায়ক।’
বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ এবং পেস বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়ে এক দলে একসঙ্গে কাজ করছেন তারা। চলমান ইংল্যান্ড সিরিজের চট্টগ্রাম পর্ব শেষে বাংলাদেশ দল যখন ঢাকায় ফিরছে। তখন বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে পাশাপাশি সিটে ডোনাল্ড, হাথুরু।
আক্রমণাত্মক ডোনাল্ড থেকে পাশের সিটে হাস্যজ্জ্বোল ডোনাল্ডকে পেয়ে খুশি হাথুরুসিংহে। তার কাছে যেন আরামদায়ক এক জার্নি। বাংলাদেশ ক্রিকেটের কল্যাণে হাথুরু এবং ডোনাল্ডের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে এবার চলছে নতুন সব মুহূর্তের রচনা।
টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে সেলফি নিয়ে টুইটারে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে লিখেন,
‘৩০ বছর পর কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলারের সাথে দেখা, ২২ গজে তার সামনে মুখোমুখি হওয়ার চেয়ে পাশাপাশি বসে থাকা অনেক আরামদায়ক।’
Meeting legendary South African fast bowler after 30y, much comfortable sitting side by side than facing him Fr 22yrads…😋 pic.twitter.com/BBJNQZsvXZ
— Chandika Hathu (@CHathurusinghe) March 10, 2023
বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করছেন প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড। তার মন্ত্রেই আজ সফল হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদরা। ডোনাল্ডের সঙ্গে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শেষ পর্যন্ত চুক্তি করা হয়েছে।
বাংলাদেশের নতুন হেড কোচ হয়ে আসলেন সেই পুরানো হাথুরুসিংহে। বাংলাদেশের বড় কয়েক সাফল্যের কারিগর হাথুরুর ফের আগমন। বাংলাদেশে চন্ডিকা হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট চলমান ইংল্যান্ড সিরিজ। চুক্তি অনুযায়ী থাকবেন আগামী দুই বছর পর্যন্ত।