

প্রাক্তন ফাস্ট বোলার হামিদ হাসান এই মাসের শেষের দিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ শুরু করবেন। তার চুক্তি এক বছরের জন্য।
হামিদ হাসান সাবেক পাকিস্তানি পেসার উমর গুলের স্থলাভিষিক্ত হবেন, যার চুক্তি বছরের শুরুতে শেষ হয়ে গিয়েছিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রধান কোচ জোনাথন ট্রট এবং ফিল্ডিং কোচ রায়ান মারনের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
২৫ মার্চ থেকে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। এই সিরিজ দিয়ে কোচ হামিদ হাসানের অ্যাসাইনমেন্ট শুরু।
হাসান শেষ ২০২২ সালের অক্টোবরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন এবং তিনি তাদের প্রথম ব্যাচের আন্তর্জাতিক ক্রিকেটারদের একজন যারা আফগানিস্তান ক্রিকেটকে বিশ্বের মানচিত্রে নিয়ে এসেছেন।
তাকে আফগানিস্তানের সবচেয়ে দ্রুততম বোলার হিসাবে বিবেচনা করা হয়েছিল। হাসান ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে তার শেষ ওডিআই খেলেন এবং ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে তার শেষ টি-টোয়েন্টি খেলেন। ৩৮ ওয়ানডেতে ৫৯ উইকেট এবং ২৫ টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট নিয়েছিলেন।