

প্রথম দিনটি ছিল শ্রীলঙ্কার ব্যাটারদের দখলে, ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনও আবার নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন লঙ্কান বোলাররা। শ্রীলঙ্কার ৩৫৫ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৫ উইকেটে ১৬২ রান করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। একমাত্র ওপেনার টম লাথামের ব্যাটে আসে ফিফটি। লঙ্কান বোলার আসিথা ফার্নান্দো ও লাহিরু কুমারা শিকার করেন ২টি করে উইকেট।
শুক্রবার ৩৫৫ রানের জবাবে খেলতে নেমে স্বাগতিক নিউজিল্যান্ড দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ের ব্যাটে উদ্বোধনী জুটিতে তুলে ৬৭ রান। কনওয়েকে আউট করে উদ্বোধনী জুটি ভাঙেন আসিথা ফার্নান্দো। ব্যক্তিগত ৩০ রানে লঙ্কান এই পেসার কনওয়েকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তুলে নেন নিজের প্রথম উইকেট।
দুই ওভার পরে এসে কিউই শিবিরে আঘাত হানেন আরেক পেসার লাহিরু কুমারা, দলীয় ৭০ রানে তিনে নামা অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে দ্রুত আরো একটি উইকেট এনে দেন কুমারা। দলীয় ৭৬ রানে আবার আঘাত হানেন কুমারা, এবার তার শিকার চারে নামা হেনরি নিকোলস (২)। কুমারার দ্রুত দুই উইকেট শিকারে ৭৬ রানেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা।
এরপর টম লাথাম ও ড্যারিল মিচেলের ব্যাটে আগায় নিউজিল্যান্ডের রানের চাকা। ১১২ বলে ৬ চারে লাথাম করেন ফিফটি। সেই সাথে তাদের জুটিতে উঠে ৫৮ রান। দলীয় ১৩৪ রানে ওপেনার লাথামকে ফিরিয়ে ইনিংসে নিজের দ্বিতীয় উইকেট দখল করেন ফার্নান্দো। লাথাম ফিরেন ১৪৪ বলে ৭ বাউন্ডারিতে ৬৭ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়ে।
লাথাম ফিরলে ক্রিজে আসেন টম ব্লান্ডেল। উইকেটের সাথে মানিয়ে নেওয়ার আগেই ব্লান্ডেলকে সাজঘরে পথে পাঠান কাসুন রাজিথা। ২২ বলে ৭ রান করেন ব্লান্ডেল ফিরেন রাজিথার বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে। ফলে ১৫১ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।
এরপর ড্যারিল মিচেলের ব্যাটে স্বাগতিকরা ৫ উইকেটে ১৬২ রানে দিন পার করে। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ১১ রানের জুটি গড়ে মিচেল অপরাজিত আছেন ৪০ রানে। আরেক ব্যাটার মাইকেল ব্রেসওয়েল আছেন ৯ রানে অপরাজিত।
শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো ও লাহিরু কুমারা। একটি উইকেট পেয়েছেন কাসুন রাজিথা।
এর আগে শ্রীলঙ্কা ৬ উইকেটে ৩০৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে। লঙ্কান শেষ ৪ ব্যাটার মিলে যোগ করেন মাত্র ৫০ রান। প্রথম দিনে ৩৯ রানে অপরাজিত থাকা ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা ফিরেন খুব দ্রুত। ব্যক্তিগত ৪৬ রানে তাকে ফিরিয়ে দিনের প্রথম ব্রেক থ্রু এনে দেন কিউই অধিনায়ক টিম সাউদি। দলীয় ৩১৬ রানে ডি সিলভা বিদায় নিলে এরপর আর কেউ বড় জুটি গড়তে পারেননি। ডি সিলভা ৫৯ বলে করা ৪৬ রানের ইনিংসটি সাজান ৫ চার ও ১ ছক্কায়। শেষ ব্যাটার আসিথা ফার্নান্দো (১০) এলবিডব্লিউর ফাঁদে ফেলে ইনিংস ৫ উইকেট শিকার করেন কিউই দলপতি টিম সাউদি। ফলে ৯২.৪ ওভারে ৩৫৫ রানে থামে শ্রীলঙ্কা।
নিউজিল্যান্ডের হয়ে ২৬.৪ ওভারে ৬৪ রানে ৫ উইকেট শিকার করেন টিম সাউদি। এছাড়া ২৬ ওভারে ৮০ রানে ৪ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। আর একটি উইকেট পান মাইকেল ব্রেসওয়েল।
প্রথম দিনে দুই দফা বৃষ্টি বাধা পেরিয়ে কুশল মেন্ডিস (৮৭) এবং দিমুথ করুনারত্নে (৫০) জোড়া ফিফটিতে ৬ উইকেটে ৩০৫ রান করেছিল শ্রীলঙ্কা। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুস করেন ৪৭ রান আর ৩৯ রান আসে দীনেশ চান্দিমালের ব্যাট থেকে।