৩ স্কোয়াডেই বদল, আগামীকাল বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

৩ স্কোয়াডেই বদল, আগামীকাল বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড
Vinkmag ad

বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজের জন্য ৩ ভিন্ন স্কোয়াড গেল ৯ ফেব্রুয়ারিতেই ঘোষণা করেছিল ক্রিকেট আয়ারল্যান্ড। তবে গতকাল সেই স্কোয়াডগুলোতে বদল এনেছে তারা।

শনিবার বাংলাদেশের উদ্দেশে দেশ ছাড়বে আইরিশরা। ১৮ মার্চ থেকে মূল সিরিজ শুরু হবে। এর আগে ১৫ মার্চ হবে এক প্রস্তুতি ম্যাচ। সিলেটে ৩ ওয়ানডের পর চট্টগ্রামে ৩ টি-টোয়েন্টি মাঠে গড়াবে। ঢাকায় হবে একমাত্র টেস্ট।

ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট- তিন স্কোয়াডেই যুক্ত হয়েছেন বোলিং অলরাউন্ডার ফিওন হ্যান্ড। ওয়ানডে স্কোয়াডে এসেছেন আনঅ্যাভেইলেবল জশ লিটলের বদলে। টি-টোয়েন্টি স্কোয়াডে ইনজুরড কনর অলফার্টের জায়গা নিয়েছেন। টেস্টে অবশ্য নতুন করে যুক্ত হয়েছে তার নাম।

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ওয়ানডে স্কোয়াড-

অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড-

অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস, ব্যারি ম্যাককার্থি, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড-

অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককলাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর সূচি:

১ম ওয়ানডে- ১৮ মার্চ, সিলেট
২য় ওয়ানডে- ২০ মার্চ, সিলেট
৩য় ওয়ানডে- ২৩ মার্চ, সিলেট

১ম টি-টোয়েন্টি- ২৭ মার্চ, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি- ২৯ মার্চ, চট্টগ্রাম
৩য় টি-টোয়েন্টি- ৩১ মার্চ, চট্টগ্রাম

একমাত্র টেস্ট- ৪-৮ এপ্রিল, ঢাকা।

৯৭ ডেস্ক

Read Previous

বদলে গেল আফগানিস্তান-পাকিস্তান সিরিজের সূচি

Read Next

নিউজিল্যান্ডকে চেপে ধরেছে শ্রীলঙ্কা

Total
0
Share