

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সমত হয়েছে তাদের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচিতে বদল আনার ব্যাপারে। সংযুক্ত আরব আমিরাতে আফগানদের হোম সিরিজ (৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ) এর সূচিতে এসেছে বদল।
সিরিজের শুরুর ম্যাচ এক দিন এগিয়ে আনা হয়েছে। ২৪ মার্চ মাঠে গড়াবে প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ হবে ২৬ ও ২৭ মার্চ।
সিরিজ শুরুর সময়ে বদল আনা হয়েছে মূলত পূর্ব ঘোষিত সময়ে হক আই টেকনোলজি না পাবার কারণে। দুই বোর্ডই এই ইস্যুতে সম্মত হয়েছে যে দুই দলের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ সঠিক ব্রডকাস্ট সিস্টেমেই হোক।
Joint Statement: ACB and @TheRealPCB have agreed to make slight tweaks to the itinerary of the upcoming T20I series. The start of the series is brought forward by a day and will now start on March 24 with the last two games staged for Mar 26 & 27.
👉: https://t.co/HssLpTZzUd pic.twitter.com/jT3KxYmchX
— Afghanistan Cricket Board (@ACBofficials) March 9, 2023
আফগানিস্তান-পাকিস্তান সিরিজের পরিবর্তিত সূচি-
১ম টি-টোয়েন্টি- ২৪ মার্চ, শারজাহ
২য় টি-টোয়েন্টি- ২৬ মার্চ, শারজাহ
৩য় টি-টোয়েন্টি- ২৭ মার্চ, শারজাহ।