বদলে গেল আফগানিস্তান-পাকিস্তান সিরিজের সূচি

বদলে গেল আফগানিস্তান-পাকিস্তান সিরিজের সূচি
Vinkmag ad

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সমত হয়েছে তাদের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচিতে বদল আনার ব্যাপারে। সংযুক্ত আরব আমিরাতে আফগানদের হোম সিরিজ (৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ) এর সূচিতে এসেছে বদল।

সিরিজের শুরুর ম্যাচ এক দিন এগিয়ে আনা হয়েছে। ২৪ মার্চ মাঠে গড়াবে প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ হবে ২৬ ও ২৭ মার্চ।

সিরিজ শুরুর সময়ে বদল আনা হয়েছে মূলত পূর্ব ঘোষিত সময়ে হক আই টেকনোলজি না পাবার কারণে। দুই বোর্ডই এই ইস্যুতে সম্মত হয়েছে যে দুই দলের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ সঠিক ব্রডকাস্ট সিস্টেমেই হোক।

আফগানিস্তান-পাকিস্তান সিরিজের পরিবর্তিত সূচি-

১ম টি-টোয়েন্টি- ২৪ মার্চ, শারজাহ
২য় টি-টোয়েন্টি- ২৬ মার্চ, শারজাহ
৩য় টি-টোয়েন্টি- ২৭ মার্চ, শারজাহ।

৯৭ ডেস্ক

Read Previous

এক ফখর জামানের রানই করতে পারল না ইসলামাবাদ

Read Next

৩ স্কোয়াডেই বদল, আগামীকাল বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

Total
0
Share