কাল থেকে পাওয়া যাবে শেষ দুই টি-টোয়েন্টির টিকিট

সাকিবের দলকে দিয়ে দারুণ কিছু হবে বলছেন মাশরাফি
Vinkmag ad

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের টিকিট পাওয়া যাবে কাল থেকে। মিলবে ম্যাচের দিনও। সর্বনিম্ন মূল্য ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকা। এক বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের টিকিটের বৃত্তান্ত জানিয়েছে বিসিবি।

মাঠে বসে বাংলাদেশ-ইংল্যান্ডের শেষ দুই টি-টোয়েন্টি উপভোগ করতে দর্শকদের জন্য টিকিটের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে সিরিজের শুরুর ম্যাচগুলোতে মিরপুরের গ্যালারিতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। বিরতির পর দর্শকদের আগ্রহও তুঙ্গে, কারণ চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।

ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন (আজ) অ্যাভেইলেবলিটি সাপেক্ষে টিকিট পাওয়া যাবে। টিকিট কাউন্টার/বুথ সকাল ৯ঃ৩০ থেকে সন্ধ্যা ৬ঃ৩০ পর্যন্ত খোলা থাকবে।

মিরপুর শেরে-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের টিকিটকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা, সর্বোচ্চ ১৫০০ টাকা।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের শেষ দুই টি-টোয়েন্টির টিকিট মূল্য-

গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড- ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

প্রাপ্তিস্থান-

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম (মিরপুর)

৯৭ প্রতিবেদক

Read Previous

উইন্ডিজদের হয়ে একা লড়লেন হোল্ডার

Read Next

এক ফখর জামানের রানই করতে পারল না ইসলামাবাদ

Total
0
Share