

এক ম্যাচ হারাতে স্পিন নির্ভরতা থেকে বেরিয়ে এসেছে ভারত। বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের শেষ ম্যাচের উইকেট যেন তাই বলছে, ভারতের তিন স্পিনার মিলে ৫৭ ওভার বোলিং করেও একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে হয়েছেন ব্যর্থ। বরং ভারতীয় বোলারদের ভালই সামলিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা, সেঞ্চুরি হাঁকিয়ে দিন শেষে অপরাজিত আছেন ১০৫ রানে। পুরো নব্বই ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৫৫ রান।
বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হয়েছে বোর্ডার-গাভাস্কার চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। তৃতীয় ম্যাচে হারায় চতুর্থ ম্যাচে তাই বেশ সতর্ক ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট। এই ম্যাচ হারলে সিরিজ হবে ২-২ টাই, আর ড্র করতে পারলে হারানোর কিচ্ছু নাই। ২-১ সহজেই জিতে যাবে সিরিজ। সেই ভাবনায় হয়তো আহমেদাবাদের উইকেটটা ব্যাটিং উপযোগী করেই বানিয়েছে ভারত। যেখানে আগের তিন টেস্টের প্রথম দিনেই পড়ত ভুরি ভুরি উইকেট, সেখানে আজ সারাদিনে পড়েছে মাত্র ৪ উইকেট। সেঞ্চুরিও হয়েছে একটি। ৪ উইকেটের দুটিই আবার পেয়েছেন পেসার মোহাম্মদ শামি।
আহমেদাবাদ টেস্টে টস ভাগ্যে জিতে যায় অজিরা। স্টিভ স্মিথ টসে জিতে ব্যাটিং নেন। অজি দুই ওপেনার উসমান খাজা ও ট্র্যাভিস হেড মিলে গড়েন ৬১ রানের উদ্বোধনী জুটি। দলীয় ৬১ রানে হেডকে (৩২) ফিরিয়ে এই জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন, সেই সাথে দিনের প্রথম সাফল্য পায় ভারত। এরপর দ্বিতীয় উইকেট পেতে অবশ্য তেমন বেগ পেতে হয়নি ভারতকে। দলীয় ৭২ রানে তিনে নামা মার্নাস লাবুশেইনকে তিন রানে ফিরিয়ে প্রথম উইকেট শিকার করেন মোহাম্মদ শামি।
একপ্রান্ত আগলে রেখে উইকেটে ছিলেন খাজা, স্টিভ স্মিথের সাথে ৭৯ রানের জুটি গড়ার পথে তুলে নেন ফিফটি। ১৪৬ বলে ৯ বাউন্ডারিতে পঞ্চাশ করেন খাজা। দলীয় ১৫১ রানে স্মিথ (৩৮) বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান রবীন্দ্র জাদেজা। সেই সাথে ভেঙে যায় খাজা-স্মিথের তৃতীয় উইকেট জুটি।
এরপর ওভার সাতেক পর পিটার হ্যান্ডসকম্বের উইকেট দ্রুত তুলে নেন শামি। ব্যক্তিগত ১৭ রানে হ্যান্ডসকম্ব ফিরেন সাজঘরে। ফলে ১৭০ রানে ৪ উইকেট হারায় অজিরা।
দ্রুত ২ উইকেট হারালেও তা চিন্তার কোনো কারণ হতে পারেনি খাজার দায়িত্বশীল ব্যাটিংয়ে। ধৈর্য্যের চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খাজা ২৪৬ বলে করেন সেঞ্চুরি। সেই সাথে ছয়ে নামা ক্যামেরুন গ্রিনের সাথে অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটি গড়ে দলের সংগ্রহ আড়াইশো ছাড়িয়ে নিয়ে যান খাজা। শেষ বিকেলে গ্রিন ৬৪ বলে ৮ বাউন্ডারিতে ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলে আছেন অপরাজিত। দিন শেষে সেঞ্চুরি হাঁকিয়ে খাজা আছেন ১০৫ রানে অপরাজিত।
অশ্বিন (২৫), জাদেজা (২০) এবং আক্সার পাটেল (১২) ভারতের এই তিন স্পিনার মিলে ৫৭ ওভার বোলিং করে উইকেট পেয়েছেন শুধু অশ্বিন ও জাদেজা। তাও মাত্র একটি করে। অন্যদিকে পেসার মোহাম্মদ শামির শিকার ২ উইকেট। ১৭ ওভারে ৬৫ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন শামি।