সাকিবের দলকে দিয়ে দারুণ কিছু হবে বলছেন মাশরাফি

সাকিবের দলকে দিয়ে দারুণ কিছু হবে বলছেন মাশরাফি
Vinkmag ad

টি-টোয়েন্টি ক্রিকেটে ঠিক নিজেদের মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ। বৈশ্বিক আসরে বারবার ভরাডুবি হয়েছে সঙ্গী। তবে সাকিব আল হাসানের নেতৃত্বে এই ফরম্যাটে নিজেদের পায়ের মাটি শক্ত করার চেষ্টা চলছে। চট্টগ্রামে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর আশার পালে লেগেছে হাওয়া। 

এবারের বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এ আলো ছড়ানো নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদদের ওপর ভরসা রাখা হয়েছে। তাদের সঙ্গী হয়ে ৮ বছর পর জাতীয় দলে ফিরেছেন রনি তালুকদারও। অধিনায়ক সাকিব আল হাসান ও রনি তালুকদার ছাড়া বাকিরা তারুণ্যের প্রতিনিধিত্ব করে।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন এই দলটা যেমনই ফল করুক না কেনো এই দলের ওপর ভরসা রাখতে হবে। সাকিবের নেতৃত্বাধীন এই দলকে দিয়ে দারুণ কিছু হবে বলে মনে করেন তিনি। 

ফেসবুক পেইজে মাশরাফি বিন মর্তুজা লেখেন, ‘এই দলটা হারুক জিতুক সবারই উচিত তাদেরকে ব্যাক করা। তরুনদের নিয়ে এই টি -২০ দলটা কিছুদিন একসাথে খেলতে পারলে দারুন কিছু হবে মনে হয়। অভিনন্দন বাংলাদেশ❣️’

বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। বাদ যাননি দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদও।

৯৭ ডেস্ক

Read Previous

ম্যাচ জিতিয়ে সবাইকে ‘সালাম’ দিলেন শান্ত

Read Next

খাজার সেঞ্চুরিতে প্রথম দিন অস্ট্রেলিয়ার

Total
0
Share