

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। ৫ ম্যাচে ২ ফিফটিতে ১৮০ রান করা শান্ত ছিলেন টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারি ক্রিকেটে আজই প্রথম মাঠে নামল টাইগাররা।
অ্যাডিলেডে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শান্ত করেছিলেন ফিফটি। ওপেন করতে নেমে ৪৮ বলে খেলেছিলেন ৫৪ রানের ইনিংস। যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন চট্টগ্রামে।
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শান্ত ছিলেন আরও মারমুখী। ৩০ বলে ৮ চারে ৫১ রান করা শান্ত দলকে জয় পাইয়ে দিয়ে হয়েছেন ম্যাচসেরা।
ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি পোস্ট করেছেন শান্ত। ক্যাপশনে লিখেছেন ‘আসসালামু আলাইকুম’। সাথে হৃদয়ের চিহ্ন একে দিয়েছেন দেশের পতাকা ও ব্যাট-বলের ইমোজি।
ম্যাচ সেরার পুরষ্কার নিতে গিয়ে শান্ত জানান ‘তৌহিদ হৃদয় ভালো ব্যাটিং করেছে। আমি কেবল বল দেখেছি এবং ক্রিকেটিং শট খেলেছি। দুই উইকেট হারানোর পর দুশ্চিন্তা করিনি। আজ বোলাররা যেভাবে বল করেছে তা দারুণ। বিশেষ করে হাসান মাহমুদ ও তাসকিন। রনি ও লিটন শুরুটা ভালো করে দিয়েছিল, টি-টোয়েন্টিতে ভালো শুরু কাজে দেয়।’