

ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে দুই দফা বৃষ্টি বাধা পেরিয়ে দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিসের জোড়া ফিফটিতে সফরকারী শ্রীলঙ্কা প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ৩০৫ রানে। নিউজিল্যান্ডের পক্ষে অধিনায়ক টিম সাউদি বেশ সফল ছিলেন বল হাতে, প্রথম দিনে তুলে নিয়েছেন ৩ উইকেট। যেখানে মেন্ডিস ফিরেছেন সাউদির বলে ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস করে।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক টিম সাউদি। দিনের শুরুতে লঙ্কান ওপেনার ওশাদা ফার্নান্দোকে (১৩) ফিরিয়ে উড়ন্ত সূচনাই করেন সাউদি। তবে সেটা বেশিক্ষণ ঠিকেনি, সময় যত গড়িয়েছে উইকেটও তত বাক বদল করেছে।
সময়ের সাথে উইকেট ব্যাটারদের জন্য আশীর্বাদ হয়ে উঠে। সেই সুযোগে লঙ্কান আরেক ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ১৫১ রানে জুটি। যেখানে দুজনে করেন ফিফটি। টি২০ স্টাইলে ব্যাট চালিয়ে মেন্ডিস ৪০ বলে ১১ বাউন্ডারির সাহায্যে প্রথমে করেন ফিফটি। আগ্রাসী মেজাজে ব্যাট চালানো মেন্ডিসকে থামান সাউদি। দলীয় ১৫১ রানে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কিউই অধিনায়ক। ব্যক্তিগত ৮৭ রানে মেন্ডিস ফিরেন সেঞ্চুরি মিসে। ৮৩ বলে ১৬ বাউন্ডারিতে ৮৭ রান করে প্যাভিলিয়নে ফিরেন মেন্ডিস।
মেন্ডিসের পর ৮৩ বলে ৭ চারে ফিফটি করা করুনারত্নে আউট করেন ম্যাট হেনরি। ফিফটির পর আরো ৪ বল খেললেও কোনো রান যোগ করতে পারেননি করুনারত্নে, ফলে ৫০ রানেই তাঁকে ফিরতে হয়েছে সাজঘরে। করুনারত্নের বিদায়ে দলীয় ১৫১ রানে আরও একটি উইকেট হারায় লঙ্কানরা।
এরপর ক্রাইস্টচার্চের আকাশ থেকে অঝোরে নামে বৃষ্টি। বৃষ্টি বাধা পেরিয়ে যখন খেলা মাঠে গড়ায় দীনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। দুজনের ব্যাটেই অনায়াসে দলীয় সংগ্রহ দুইশো পার করে শ্রীলঙ্কা।
চা বিরতির পর আবারও নামে বৃষ্টি, খানিকক্ষণ বিরতি দিয়ে যখন খেলা শুরু তখন চান্দিমাল ও ম্যাথুসের চতুর্থ উইকেট জুটি থামে ৮২ রানে । দলীয় ২৩৩ রানে চান্দিমালকে সাজঘরে পাঠিয়ে সেই জুটি ভাঙেন সাউদি। প্যাভিলিয়নের পথে হাঁটার আগে চান্দিমাল ৬৪ বলে ৬ বাউন্ডারিতে করেন ৩৯ রান।
শ্রীলঙ্কার সংগ্রহ আড়াইশো পার হতেই লঙ্কান শিবিরে আঘাত হানেন ম্যাট হেনরি। এবার তার শিকার উইকেটে থিতু হওয়া ম্যাথুস, হেনরির বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ম্যাথুস ফিরেন ব্যক্তিগত ৪৭ রানে। ৯৮ বলে ৬ চার এবং ১ ছক্কায় ৪৭ রানের ইনিংসটি সাজান ম্যাথুস। ফলে ২৬০ রানে পঞ্চম উইকেট হারায় শ্রীলঙ্কা।
এরপর আরো একটি উইকেট হারায় লঙ্কানরা, নতুন ব্যাটার নিরশান ডিকওয়েলাকে (৭) ফেরান মাইকেল ব্রেসওয়েল। তবে দুই দফা বৃষ্টি বাধা টপকিয়ে শ্রীলঙ্কা প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ৩০৫ রানে।
অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন কাসুন রাজিথা ও ধনঞ্জয়া ডি সিলভা। দুজনেই অপরাজিত আছেন যথাক্রমে ১৬ ও ৩৯ রানে।
নিউজিল্যান্ডের পক্ষে ১৮ ওভার বোলিং করে ৪৪ রানে ৩ উইকেট নিয়েছেন অধিনায়ক টিম সাউদি। ২০ ওভারে ৬৫ রান দিয়ে হেনরির শিকার ২ উইকেট। এছাড়া ১টি উইকেট লাভ করেন ব্রেসওয়েল।