

পেশোয়ার জালমির সর্বোচ্চ রানের রেকর্ড মাত্র দেড় ঘন্টার মধ্যেই নি:শেষ করে দিলো কোয়েটা গ্লাডিয়েটর্স। সেই সাথে জিইয়ে থাকলো তাদের নকআউট পর্বে যাওয়ার আশা। রান প্রসবা ম্যাচে জালমিকে ৮ উইকেটে হারিয়েছে কোয়েটা।
পিএসএলের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে দলকে সহজ জয় এনে দিয়েছেন জেসন রয়। প্রথম ইনিংসে বাবর আজমের সেঞ্চুরিকে টেক্কা দিয়ে রয় খেলেছেন অবিশ্বাস্য এক ইনিংস। ওপেনিংয়ে নেমে ৬৩ বলে ২০ চার ও ৫ ছয়ে ২৩০.১৫ স্ট্রাইক রেটে ১৪৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে ভিড়ান, ভেঙে দেন স্বদেশী ডেভিড মালানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের মাইলফলক। ম্যাচ সেরার পুরষ্কারও অবধারিতভাবে রয়ের পক্ষেই যায়।
বোলারদের দু:স্বপ্নের রাত উপহার দিয়ে দুই দল মিলে করেছে ৪৮৩ রান, যেখানে ৫৪টি চার এবং ২১টি ছক্কার মার। জালমি শুরুতে ব্যাট করে ২ উইকেটে ২৪০ রানের পাহাড় গড়ে তোলে। সেই পাহাড় কোয়েটা ১০ বল হাতে রেখে সহজে টপকে যায়। রয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে কোয়েটার এ রান অতিক্রম করতে তেমন বেগ পেতে হয়নি।
ধীরে খেলার কারণে সমালোচিত বাবর এদিন আগ্রাসী ভূমিকায় খেলে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। ৬৫ বলে ১৫ চার ও ৩ ছয়ে ১১৫ রান করেছিলেন। তবে তার সেঞ্চুরি বিফলে যায়। এছাড়া সাইম আইয়ুবের ৩৪ বলে ৬ চার ও ৫ ছয়ে ৭৪ রানের ইনিংসও কোন কাজে আসেনি। প্রথম উইকেটে এরা দুইজন ১৬২ রানের জুটি গড়েছিলেন।
তবে সফল হয়েছেন প্রফেসর খ্যাত পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্ষীয়ান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের ইনিংস। মাত্র ১৮ বলে ৬ চার ও ২ ছয়ে ৪১ রানে অপরাজিত থেকে রয়কে দারুণ সঙ্গ দিয়ে ম্যাচ জয়ে সহায়ক ভূমিকা রাখেন।
সংক্ষিপ্ত স্কোর:
পেশোয়ার জালমি: ২৪০/২ (২০), সাইম ৭৪, বাবর ১১৫, পাওয়েল ৩৫*, ক্যাডমোর ৭*; প্রিটোরিয়াস ৪-০-৪০-১
কোয়েটা গ্লাডিয়েটর্স: ২৪৩/২ (১৮.২), রয় ১৪৫*, গাপটিল ২১, স্মিড ২৬, হাফিজ ৪১*; মুজিব ৪-০-৩৮-১, ওয়াহাব ৪-০-৫৬-১
ফলাফল: কোয়েটা গ্লাডিয়েটর্স ৮ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: জেসন রয় ( কোয়েটা গ্লাডিয়েটর্স)।