

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরে আজ টি-টোয়েন্টি মিশন শুরু করছে বাংলাদেশ। মিরপুরে শেষ দুই টি-টোয়েন্টির আগে চট্টগ্রামে প্রথম ম্যাচে মুখোমুখি দুই দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে তৌহিদ হৃদয়ের।
আট বছর পর বাংলাদেশ দলে ফেরা রনি তালুকদারও একাদশে সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ একাদশ-
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারী।
🏏 We lost the toss and we’re batting first!
Mind the windows, boys 👊
📺 https://t.co/L2da4PkS1e pic.twitter.com/S7tyzCOgso
— England Cricket (@englandcricket) March 9, 2023
ইংল্যান্ড একাদশ-
ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মালান, বেন ডাকেট, মইন আলি, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড ও জফরা আর্চার।