আবারও এফপিএল চ্যাম্পিয়নশিপ ফ্যানাটিক ফাইটার্সের

আবারও এফপিএল চ্যাম্পিয়নশিপ ফ্যানাটিক ফাইটার্সের
Vinkmag ad

টানা দ্বিতীয়বারের মতো ফ্যানাটিক প্রিমিয়ার লীগের শিরোপা নিশ্চিত করলো ফ্যানাটিক ফাইটার্স। গত ৮ মার্চ মিরপুরস্থ পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মাঠে অনুষ্ঠিত ফাইনালে ফ্যানাটিক ফ্যানটাস্টিককে ৭ উইকেটে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করে তারা।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৮ রান সংগ্রহ করে ফ্যান্টাস্টিক। মাত্র ১৩ ওভার ৩ বলের মধ্যেই ৩ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ফাইটার্স।

ব্যাট হাতে ঝড়ো ৫৮ রান ও বোলিংয়ে ২ উইকেট প্রাপ্তির সুবাদে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন ফাইটার্স অধিনায়ক মাসুদ রানা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ফ্যানাটিক ব্লাস্টার্সের দেলোয়ার, অন্যদিকে সর্বোচ্চ উইকেট শিকারী ফ্যানাটিক রেবেলসের মেহেদি।

পুরো টুর্নামেন্ট জুড়ে অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সাকি। এর আগে দিনের শুরুতে তৃতীয় স্থান নির্ধারণী খেলায়, ফ্যানাটিক রেবেলসকে ৭৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ফ্যানাটিক ব্লাস্টার্স। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হোন দেলোয়ার। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন গেজেট এবং গিয়ারের হেড অফ সেলস আহমেদ ইফতেখার ও অস্ট্রেলিয়ান গ্লোবাল কলেজের ফাউন্ডার এডাম আয়াস।

টুর্নামেন্টটির টাইটেল স্পন্সর হিসেবে ছিল এডিসন রিয়েল এস্টেট এবং কো স্পন্সর হিসেবে ছিল খান এসোসিয়েট, এডিসন পাওয়ার, গেজেট এন্ড গিয়ার, ইউনাইটেড সিকিউরিটিস, একাডেমিয়া, টাচি আউটফিট, চায়না এক্সেসরিজ, আকাশ সোলার। তাছাড়াও অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে ছিল ক্রিকেট৯৭ এবং নাগরিক টিভি।

৯৭ প্রতিবেদক

Read Previous

কোচ হতে অবসরের ঘোষণা দিলেন হামিদ হাসান

Read Next

একাদশে রনি-হৃদয়, আগে বোলিংয়ে বাংলাদেশ

Total
0
Share