কোচ হতে অবসরের ঘোষণা দিলেন হামিদ হাসান

কোচ হতে অবসরের ঘোষণা দিলেন হামিদ হাসান
Vinkmag ad

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের কোচিং স্টাফে পরিবর্তন এনেছে। জাতীয় দলের জন্য তারা সাবেক পেসার হামিদ হাসানকে বোলিং কোচ হিসাবে নিয়োগ দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে যোগ দিবেন হামিদ।

আফগানিস্তানের হয়ে ৩৮ ওয়ানডে ও ২৫ টি-টোয়েন্টি খেলেছেন হামিদ হাসান। উইকেট নিয়েছেন যথাক্রমে ৫৯ ও ৩৫ টি।

হামিদ হাসানকে কোচ হিসাবে নিয়োগ দেবার পোস্টে আফগানিস্তান ক্রিকেট বোর্ড হামিদ হাসানকে ফাস্ট বোলিং গ্রেট লিখেছে। সেখানে লেখা হয়, ‘আফগানিস্তানের ফাস্ট বোলিং গ্রেট হামিদ হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং আফগানদের নতুন বোলিং কোচ হয়েছেন।’

কোচ হবার খবর পেয়ে হামিদ বলেন, ‘গেল ২-৩ দশকে ক্রিকেট আমার জীবন। আমার গোটা জীবনের প্যাশনই ক্রিকেট। এটা কঠিন সিদ্ধান্ত ছিল যে খেলাটাকে সবচেয়ে ভালোবাসি সেটা থেকে অবসর নেওয়া। তবে আমি সেটা করছি আমার দল, আমার দেশের জন্য।’

‘আমি গর্বিত, খুশি আমাদের জাতীয় দলের বোলিং কোচ হতে পেরে। আমি আমার খেলোয়াড়ি জীবনের প্রতিটি সময় উপভোগ করেছি। এখন বোলিং গ্রুপের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

৯৭ ডেস্ক

Read Previous

মার্করাম-জর্জির সেঞ্চুরি মিসের আক্ষেপ

Read Next

আবারও এফপিএল চ্যাম্পিয়নশিপ ফ্যানাটিক ফাইটার্সের

Total
0
Share