

নাজমুল হোসেন শান্ত, টেস্ট ক্রিকেটে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করে ফেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন দলের সফলতম ব্যাটার, বিপিএলে তো গড়েন সর্বোচ্চ রানের রেকর্ড (বাংলাদেশি ব্যাটার হিসাবে)। ওয়ানডেতেই ঠিক জমছিল না শান্ত’র।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে শান্তর ১৪ ওয়ানডের ক্যারিয়ারে ২০০ ছাড়ানো রান আর কোন ফিফটি না থাকা দুর্দান্ত কিছুর বার্তা তো দেয়নি। তবুও সুযোগ মিলেছিল শান্তর।
সেই সুযোগে বাজিমাত করেছেন বলা অত্যুক্তি হলেও কাজে লাগিয়েছেন তা বলা যায়। দ্বিতীয় ওয়ানডেতে গোল্ডেন ডাকের স্বাদ পেলেও বাকি দুই ওয়ানডেতে করেছেন ফিফটি। টেস্ট ও টি-টোয়েন্টির পর শান্ত’র ওয়ানডে ক্যারিয়ারও তাতে জ্বালানি পেয়েছে।
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেরদিন (৮ মার্চ) সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন ওয়ানডে ফরম্যাটে পাওয়া সুযোগ শান্ত কাজে লাগিয়েছে। তার পারফরম্যান্স সন্তোষজনক উল্লেখ করে শান্তকে ভবিষ্যতের তারকা ভাবছেন বলেও জানান তিনি।
হাথুরুসিংহে বলেন, ‘ওয়ানডে সিরিজে সে তার সুযোগ কাজে লাগিয়েছে। এর আগে আমি তার রেকর্ড জানতাম না। ওয়ানডেতে তেমন ভালো রেকর্ড নেই। তবে দুটি ম্যাচে যেভাবে ব্যাট করেছে, খুবই সন্তোষজনক। পেসারদের বিপক্ষে সে ভালো। তার রেকর্ড দেখুন, বিদেশেও সে ভালো করেছে। তাই ভবিষ্যতে আমাদের খুব ভালো এক খেলোয়াড় হতে যাচ্ছে।’