ফাহিমের দুর্দান্ত ফিনিশিংয়ে জয় ছিনিয়ে আনল ইসলামাবাদ

ফাহিমের দুর্দান্ত ফিনিশিংয়ে জয় ছিনিয়ে আনল ইসলামাবাদ
Vinkmag ad

আবারও ফাহিম আশরাফের দুর্দান্ত ফিনিশিং, আরেকটি দুর্দান্ত জয় ইসলামাবাদের। ফাহিম ও অধিনায়ক শাদাব খানের চমৎকার অলরাউন্ড নৈপুণ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুলতান সুলতান্সকে ২ উইকেটে হারিয়েছে ইসলামাবাদ। বিফলে যায় শান মাসুদ ও টিম ডেভিডের দুইটি আকর্ষণীয় অর্ধশতরানের ইনিংস।

রান প্রসবা ম্যাচে শুরুতে ব্যাটিং পেয়ে সূচনাটা তেড়েফুঁড়ে হয় মুলতানের। শান মাসুদের সাথে ৫৭ রানের উদ্বোধনী জুটিতে মোহাম্মদ রিজওয়ান ৩৩ রান করে আউট হন। তিনে নামা রাইলি রুশো ১৫ রান করে ফিরে যান।

তবে মাসুদ ও চারে নামা ডেভিডের ঝড়ো ব্যাটিংয়ের কল্যাণে ৫ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মুলতান। ৫০ বলে ১২ চারে সর্বোচ্চ ৭৫ রান আসে মাসুদের ব্যাট থেকে। তার তুলনায় ডেভিড ছিলেন বেশি আগ্রাসী। মাত্র ২৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন তিনি।

ইসলামাবাদের পক্ষে শাদাব খান ও মোহাম্মদ ওয়াসিম ২টি করে উইকেট নেন। অপর উইকেটটি পান ফাহিম।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে অ্যালেক্স হেলসকে হারিয়ে ধাক্কা খায় ইসলামাবাদ। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজও (২৫) বেশি দূর যেতে পারেননি। তবে কলিন মুনরো ও শাদাব খানের মুন্সিয়ানায় এরপর ঘুরে দাঁড়ায় ইসলামাবাদ। মুনরো ২১ বলে ৪০ এবং শাদাব ২৫ বলে ৪৪ রান করেন।

এ দুইজনের বিদায়ের পর দলকে একাই টেনে নিয়ে আরেকটি চিত্তাকর্ষক জয়ের উপলক্ষ এনে দেন ফাহিম। ১ বল হাতে রেখে জয় পেয়ে যায় ইসলামাবাদ।

ছয়ে নেমে মাত্র ২৬ বলে ৫ চার ও ২ ছয় ৫১ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন ফাহিম, হয়েছেন ম্যাচ সেরাও।

মুলতানের পক্ষে আনোয়ার আলি ৩টি এবং ইহসানুল্লাহ ও উসামা মীর ২টি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর:

মুলতান সুলতান্স: ২০৫/৫ (২০), মাসুদ ৭৫, রিজওয়ান ৩৩, রুশো ১৫, ডেভিড ৬০, মিলার ১১, পোলার্ড ১*; ফাহিম ৪-০-৩৮-১, শাদাব ৪-১-২৬-২, ওয়াসিম ৪-০-৪৮-২

ইসলামাবাদ ইউনাইটেড: ২০৯/৮ (১৯.৫), গুরবাজ ২৫, হেলস ১, মুনরো ৪০, শাদাব ৪৪, আজম ৩, ফাহিম ৫১*, আসিফ ৮, মুবাসির ৫, ওয়াসিম ১৬, রইস ০*; আনোয়ার ৪-০-৩৩-৩, ইহসানুল্লাহ ৪-০-৩৫-২, উসামা ৪-০-৩৮-২, আব্বাস ৪-০-৪৪-১

ফলাফল: ইসলামাবাদ ইউনাইটেড ২ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: ফাহিম আশরাফ ( ইসলামাবাদ ইউনাইটেড)।

৯৭ ডেস্ক

Read Previous

আফ্রিদির অলরাউন্ড পারফরম্যান্সেও তরী ডুবেছে লাহোর কালান্দার্সের

Read Next

শান্তকে ‘ভবিষ্যতের তারকা’ বলছেন হাথুরুসিংহে

Total
0
Share