

প্রতি সপ্তাহের বুধবার হালনাগাদ করা হয় পুরুষ ক্রিকেটারদের আইসিসি র্যাংকিং। আজ (৮ মার্চ) হালনাগাদকৃত র্যাংকিংয়ে (ওয়ানডেতে) আমলে এসেছে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের পারফরম্যান্স।
দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে দাপুটে সেঞ্চুরি করা ইংল্যান্ড ওপেনার জেসন রয় এগিয়েছেন ৫ ধাপ। ৫ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন তিনি। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ৪ ধাপ এগিয়ে আছেন ১৬ নম্বরে। প্রথম ওয়ানডেতে অপরাজিত সেঞ্চুরি করে ম্যাচ জেতানো ডেভিড মালান এগিয়েছেন ২২ ধাপ। ২২ ধাপ এগিয়ে আছেন ৩৫ নম্বরে।
২-১ ব্যবধানে সিরিজ হারা বাংলাদেশের পক্ষে র্যাংকিংয়ে বলার মত উত্থান কেবল সাকিব আল হাসানের। সিরিজে ব্যাটে-বলে অবদান রাখা সাকিব দুই বিভাগেই উন্নতি করেছেন। অলরাউন্ডার র্যাংকিংয়ে অবশ্য আগে থেকেই ছিলেন শীর্ষে।
চট্টগ্রামে শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ৭৫ রান করে ও বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব। এতে উন্নত হয়েছে ব্যাটার ও বোলার সাকিবের অবস্থান।
৩৫ বছর বয়সী সাকিব ৫ ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটারদের মধ্যে আছেন ২৭ নম্বরে। ২ ধাপ এগিয়ে বোলারদের মধ্যে আছেন ৫ নম্বরে।
আইসিসির হালনাগাদকৃত র্যাংকিংয়ে শীর্ষ ওয়ানডে বোলার (সেরা ১০)-
১. মোহাম্মদ সিরাজ (ভারত)- ৭২৯
২. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৭২৭
৩. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭০৮
৪. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৬৬৫
৫. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৬৬৩
৬. রাশিদ খান (আফগানিস্তান)- ৬৫৯
৭. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৫৫
৮. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৬৪১
৯. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৩৭
১০. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ৬৩১।