

২১, ২৩ ও ২৫ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলবে নেদারল্যান্ডস। এই দুই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণার পাশাপাশি কোচিং স্টাফও ঘোষণা করেছে ডাচ ক্রিকেট বোর্ড। যেখানে আছে বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো।
অন্তর্বর্তীকালীন কোচ রায়ান ভ্যান নেইকার্ক তো আছেনই। এই দুই সিরিজে গ্যারি কারস্টেন ক্রিকেট অ্যাকাডেমির হেইনো কুন ও রাসেল ডোমিঙ্গো ডাচ ক্রিকেটারদের কোচিং করাবেন।
হেইনো কুন প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন নর্দার্ন্স, নর্থ ওয়েস্ট, টাইটান্স ও কেন্টের হয়ে। দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন ৪ টেস্ট ম্যাচ ও ৭ টি-টোয়েন্টিতে। ১১,৮৩৮ প্রথম শ্রেণির রানের মালিক হেইনো কুনের সর্বোচ্চ সংগ্রহ ২৪৪*, গড় ৩৯.০৬।
রাসেল ডোমিঙ্গো অবশ্য খেলেননি পেশাদার ক্রিকেটার হিসাবে। ২২ বছর বয়সেই ক্রিকেট কোচিংয়ে ডিপ্লোমা করেন তিনি। ২০০৫ সালে হন দক্ষিণ আফ্রিকান লিগে দ্য ওয়ারিয়র্সের কোচ। ২০১১ সালে গ্যারি কারস্টেনের ডেপুটি হন দক্ষিণ আফ্রিকা দলের। ২০১৩ সালে কারস্টেন দায়িত্ব ছাড়লে তিনি হন হেড কোচ। ২০১৯ সালে তিনি বাংলাদেশ দলের কোচ হয়েছিলেন।
🟠The Dutch squad has been announced to travel to Zimbabwe and South Africa in March to play the last five World Cup qualifying matches. One Day Internationals as part of the Super League.
Read the full article: https://t.co/8P9vYlsRVr#haveaniceday #teamnl #joinourjourney #ICC pic.twitter.com/IoKwBvl2YG— Cricket🏏Netherlands (@KNCBcricket) March 6, 2023
নেদারল্যান্ডস স্কোয়াড:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, মুসা আহমেদ, শরিজ আহমেদ, ওয়েসলি বেরেসি, টম কুপার, আরিয়ান দত্ত, ব্র্যান্ডন গ্লোভার, ভিভিয়ান কিংমা, ফ্রেড ক্ল্যাসেন, রায়ান ক্লেইন, বাস ডি লিড, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, পল ভ্যান মেকেরেন, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং।