বিসিএল চারদিনের শিরোপা গেল দক্ষিণে

বিসিএল চারদিনের শিরোপা গেল দক্ষিণে
Vinkmag ad

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) একদিনের ম্যাচের ফাইনালেও খেলেছিল বিসিবি দক্ষিণাঞ্চল। মিরপুরে অনুষ্ঠিত সেই শ্বাসরুদ্ধকর ফাইনালে উত্তরাঞ্চলের কাছে শেষ বলে শিরোপা খুইয়েছিল দক্ষিণাঞ্চল। তবে সেই হারের দুঃস্মৃতি ভুলতে বিসিএলের চারদিনের ম্যাচের শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিসিবি মধ্যাঞ্চলকে এক ইনিংস ও ৩৩ রানে হারিয়ে চারদিনের ম্যাচের শিরোপা ঘরে তুলেছে দক্ষিণাঞ্চল।

দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দক্ষিণাঞ্চলের ওপেনার সাদমান ইসলাম (২৪৬)।

এবার পুরো বিসিএল জুড়ে ব্যাট এবং গ্লাভস হাতে দূরন্ত দুর্বার ছিলেন মধ্যাঞ্চলের জাকের আলি অনিক। টানা তিন ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে হৈচৈ ফেলে দেন ক্রিকেট পাড়ায়। সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ ডিসমিসালে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন জাকের আলি অনিক। ছয় ইনিংসে প্রায় একশো গড়ে রান করেছেন ৪৯২। তিন সেঞ্চুরি এবং এক ফিফটিতে ৪৯২ রান করেন অনিক। পাশাপাশি গ্লাভস হাতেও উইকেটের পেছনে বাজপাখির উড়েছেন প্রতিনিয়ত। সেখানেও ১০ ডিসমিসালে হয়েছেন সেরা উইকেটকিপার।

বোলিংয়ে ১৯ উইকেট শিকার করে সবার উপরে দক্ষিণাঞ্চলের নাজমুল ইসলাম অপু। ১৭ উইকেট নিয়ে দুইয়ে আছে মধ্যাঞ্চলের আবু হায়দার রনি।

দক্ষিণাঞ্চলের ৫০০ রানের জবাবে খেলতে নেমে ফলোঅনে পড়ে মধ্যাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে মোহাম্মদ মিঠুনের দল। মাত্র ৫ রানেই হারিয়ে বসে তিন উইকেট।

সেই ধাক্কা কাটিয়ে তুলতে হাল ধরেন মোহাম্মদ মিঠুন, চতুর্থ উইকেটে জাকের আলি অনিককে নিয়ে গড়েন ৭২ রানের জুটি। দলীয় ৭৭ রানে অনিককে (২৩) ফিরিয়ে সেই জুটি ভাঙেন নাজমুল ইসলাম অপু। অনিকের বিদায়ে আবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে মধ্যাঞ্চল, পরের ওভারে মোহাম্মদ মিঠুনকে (৪৯) সাজঘরে পাঠান খালেদ আহমেদ। এক ওভার পরে এসে মোসাদ্দেক হোসেন সৈকতকে রানের খাতা খোলার আগেই ফেরান নাজমুল। ফলে ৭৭ রানেই ষষ্ঠ উইকেট হারিয়ে আবারও ব্যাটিং বিপর্যয়ে মধ্যাঞ্চল।

মধ্যাঞ্চলের এমন বিপর্যয়ে কিছুটা আশার আলো দেখান মো. শরীফুল্লাহ ও আবু হায়দার রনি। অষ্ঠম উইকেটে শতরানের জুটি গড়ে ইনিংস হার এড়ানোর লড়াই করেন দুজনে। সেই লড়াইয়ে অবশ্য সফল হননি শরীফুল্লাহ ও রনি। দলীয় ২১১ রানে শরীফুল্লাহকে ব্যক্তিগত ৬৩ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন খালেদ। সাজঘরে ফেরা আগে শরীফুল্লাহ ১১৪ বলে ৯ বাউন্ডারিতে ৬৩ রান করেন। শরীফুল্লাহর বিদায়ে অষ্ঠম উইকেটের সেই জুটি থামে ১২১ রানে।

এরপর একা হয়ে যান রনি, শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফিরলে মধ্যাঞ্চল থামে ২৩৭ রানে। শরীফুল্লাহ সাথে শতরানের জুটি গড়া রনি ফিরেন ৭৭ রানের লড়াকু ইনিংস খেলে। ১২৭ বলে ৬ বাউন্ডারি এবং ৪ ছক্কায় ৭৭ রানের ইনিংসটি সাজান রনি। তাকে ফিরিয়ে ইনিংসে ৫ শিকার করেন সৈয়দ খালেদ আহমেদ। দক্ষিণাঞ্চলের এই পেসার ৭৪ রানে ৫ উইকেট নেন। এছাড়া নাজমুল ইসলাম শিকার করেন ৩ উইকেট আর মইন খানের পকেটে যায় ২ উইকেট।

ফলে এক ইনিংস ও ৩৩ রানে জয় পায় দক্ষিণাঞ্চল। সেই সাথে বিসিএল চারদিনের শিরোপা জিতে ফজলে মাহমুদ রাব্বির দল।

এর আগে দক্ষিণাঞ্চলের ৫০০ রানের জবাবে ২৩০ রানে গুটিয়ে যায় মধ্যাঞ্চল। আর তাতে ফলোঅনে পড়ে মধ্যাঞ্চল। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন জাকের আলি অনিক। এছাড়া আরিফুল হকের ব্যাট থেকে আসে ৪০ এবং ৩৯ রান করেন আবু হায়দার রনি।

দক্ষিণাঞ্চলের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন নাজমুল ইসলাম অপু। ২টি করে উইকেট শিকার করেন সুমন খান, মইন খান ও এনামুল হক বিজয়।এছাড়া ১টি করে উইকেট পান সৈয়দ খালেদ আহমেদ ও ফজলে মাহমুদ রাব্বি।

নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল সাদমান ইসলামের, (২৪৬) ডাবল সেঞ্চুরি এবং মার্শাল আইয়ুবের (১২০*) সেঞ্চুরিতে ৫ উইকেটে ৫০০ রানে ইনিংস ঘোষণা করে। এছাড়া ৬১ রান আসে ফজলে রাব্বির ব্যাট থেকে।

মধ্যাঞ্চলের হয়ে ২টি উইকেট নেন হাসান মুরাদ। ২টি উইকেট পেতে তাকে বল করতে হয়েছে ৫১.৪ ওভারে, রান খরচ করেছেন ১৪৭। এছাড়া ১টি করে উইকেট পান আবু হায়দার রনি, মো. মুশফিক হাসান ও মোহাম্মদ মিঠুন।

৯৭ প্রতিবেদক

Read Previous

জিম্বাবুয়ে ও প্রোটিয়া সফরের জন্য নেদারল্যান্ডসের স্কোয়াড ঘোষণা

Read Next

বিসিএলে ব্যাট হাতে আলো ছড়ালেন যারা

Total
0
Share