গাপটিল ঝড়ে জয়, তবুও তলানিতে কোয়েটা

গাপটিল ঝড়ে জয়, তবুও তলানিতে কোয়েটা
Vinkmag ad

পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) নিচের সারির দুই দলের ম্যাচও জম্পেশ লড়াই হয়েছে। মার্টিন গাপটিলের কারুকার্যময় ব্যাটিংয়ের কল্যাণে করাচি কিংসকে ৪ উইকেটে হারিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এই জয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে কোয়েটা, সমান ৪ পয়েন্ট নিয়ে তার ঠিক ওপরে করাচি।

১৬৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামা কোয়েটার ইনিংসের অর্ধেক রানই গাপটিলের। ওপেনিংয়ে নেমে আস্থার প্রতিদান দেন তিনি। দলের প্রথম সারির অন্য ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন গাপটিল।

৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কোয়েটাকে এরপর জয়ের পথে নিয়ে আসে গাপটিল-সরফরাজ জুটি। ৬ষ্ঠ উইকেটে তাদের ৯৫ রানে জুটিই দলের জয় সুপ্রসন্ন করে দেয়। ১ বল হাতে রেখে জয় পেয়ে যায় কোয়েটা।

৫৬ বলে ৯ চার ও ৪ ছয়ে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন গাপটিল, পেয়েছেন ম্যাচ সেরার পুরষ্কারও। সরফরাজ করেন ২৯ রান।

করাচির পক্ষে তাবরাইজ শামসি ২টি উইকেট পান।

এর আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান করে করাচি। ওপেনার অ্যাডাম রসিংটন সর্বোচ্চ ৬৯ রান করেন। এছাড়া অধিনায়ক ইমাদ ওয়াসিম ও আমের ইয়ামিন দুইজনই অপরাজিত থাকেন যথাক্রমে ৩০ ও ২৩ রানে।

কোয়েটার পক্ষে নাসিম শাহ ও আইমাল খান ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

করাচি কিংস: ১৬৪/৬ (২০), রসিংটন ৬৯, ওয়েড ০, তাহির ৭, কাসিম ৮, শোয়েব ১৩, ইমাদ ৩০*, ফুলার ৫, ইয়ামিন ২৩*; নাসিম ৪-০-৩১-২, আইমাল ৪-০-২৬-২, নেওয়াজ ৪-০-২২-১, প্রিটোরিয়াস ৪-০-৩৯-০, নাভিন ৪-০-৪৩-১

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: ১৬৮/৬ (১৯.৫), গাপটিল ৮৬*,ওমাইর ৮, নেওয়াজ ১৫, ইফতিখার ৪, নাজিবুল্লাহ ১, আকমল ৯, সরফরাজ ২৯, প্রিটোরিয়াস ১০*; ইয়ামিন ২.৫-০-২১-১, মুসা ৪-০-৪৪-১, ফুলার ৪-০-৩৮-১, শামসি ৪-০-২০-২

ফলাফল: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৪ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: মার্টিন গাপটিল ( কোয়েটা গ্ল্যাডিয়েটর্স)।

৯৭ ডেস্ক

Read Previous

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন সোহেল তানভীর

Read Next

জিম্বাবুয়ে ও প্রোটিয়া সফরের জন্য নেদারল্যান্ডসের স্কোয়াড ঘোষণা

Total
0
Share