

পাকিস্তানি পেসার সোহেল তানভীর সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে তিনি ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে থাকবেন।
২০০৭ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে সোহেল তানভীরের আন্তর্জাতিক ক্রিকেটে আগমন। আর পাকিস্তানের জার্সি গায়ে সবশেষ ম্যাচ খেলেন ২০১৭ সালের এপ্রিলে। আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন এই তারকা ক্রিকেটার।
অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় সোহেল তানভীর লিখেন,
‘ঘোষণা: আমি আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিচ্ছি এবং সামনের দিকে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে থাকব। আমার দেশের হয়ে খেলার সুযোগ দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।’
Announcement: I am retiring from all formats of international cricket and will continue to play domestic and franchise cricket going forward. Thank you to @TheRealPCB for giving me the opportunity to play for my country 🇵🇰
— Sohail Tanveer (@sohailmalik614) March 6, 2023
সোহেল তানভীর পাকিস্তানের হয়ে ৬২টি ওয়ানডে, ৫৭টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলেছেন। ওয়ানডেতে মোট ৭১ ও টি-টোয়েন্টিতে তার ঝুলিতে আছে ৫৪ উইকেট।
আইপিএল, বিপিএলসহ বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই বল হাতে মাতিয়েছেন সোহেল তানভীর।