ত্রিদেশীয় সিরিজ খেলতে আবু ধাবি যাচ্ছে টাইগার যুবারা

পাকিস্তানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দারুণ শুরু
Vinkmag ad

আজ (৭ মার্চ) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

আফগানিস্তানের বিপক্ষে ৪ দিনের ম্যাচ খেলবে টাইগার যুবারা। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

১২ থেকে ১৫ মার্চ আবু ধাবি ওভালে একমাত্র ৪ দিনের ম্যাচ খেলবে আফগানিস্তান ও বাংলাদেশ।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ১৮ মার্চ প্রথম ম্যাচে টাইগার যুবাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ২০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ২৪ মার্চ আফগানদের বিপক্ষে ২য় ম্যাচ। ২৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ফাইনালে উঠলে সেটি মাঠে গড়াবে ৩০ মার্চ। সবকটি ম্যাচই হবে আবু ধাবি ওভাল মাঠে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-

আশিকুর রহমান শিবলি, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, জিশান আলম, শাহরিয়ার সাকিব (৪ দিনের ম্যাচের অধিনায়ক), আরিফুল ইসলাম, আহরার আমিন (ওয়ানডে অধিনায়ক), শিহাব জেমস, সিয়াম হোসেন দিপু, মুস্তাফিজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, রাফি উজ্জামান রাফি, মারুফ মৃধা, রোহনাত দৌলা বর্ষণ, তানভীর আহমেদ, শাহরিয়া আল আমিন।

স্ট্যান্ডবাই-

আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেন্য, জাকারিয়া ইসলাম শান্ত, ইকবাল হাসান ইমন, শিহাব পাহার সাব্বির, মুস্তাফিজুর রহমান।

৯৭ প্রতিবেদক

Read Previous

এবাদতের পারফরম্যান্সে খুশি তামিম, লিটন-মিরাজকে নিয়ে আত্মবিশ্বাসী

Read Next

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন সোহেল তানভীর

Total
0
Share