এবাদতের পারফরম্যান্সে খুশি তামিম, লিটন-মিরাজকে নিয়ে আত্মবিশ্বাসী

সব ঠিকঠাক, তামিম জানালেন যা ম্যাটার করে
Vinkmag ad

আবার হাসিমুখ। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল খুশি ইংল্যান্ডকে শেষপর্যন্ত হারাতে পেরে। খুশি হয়েছেন এবাদতের গতির ঝড় দেখে। ব্যাট হাতে ফ্লপ লিটন, মিরাজকে নিয়েও তিনি চিন্তিত নন। সামনের সিরিজে খেলাতে চান তিন পেসার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একের পর এক উত্তর তামিম দিয়েছেন হাসিমুখে।

ইংল্যান্ড সিরিজ নিশ্চিতভাবে ভুলে যেতে চাইবেন লিটন দাস। টানা তিন ওয়ানডেতেই ব্যর্থ লিটন। প্রথম ম্যাচে ৭ রান, এরপর ব্যাক টু ব্যাক ডাক। ক্যারিয়ারে এই প্রথম লিটন পরপর দুই ম্যাচে আউট হয়েছেন শূন্যরানে।

দলের ভরসার আরেক নাম মেহেদী হাসান মিরাজও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। ৭, ৭, ৫; তার শেষ তিন ম্যাচের স্কোর। তবুও লিটন-মিরাজকে নিয়ে চিন্তিত নন অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, সবসময় সব সিরিজে রান করবে না।

‘(লিটন-মিরাজদের অফ থাকা) এটি জীবনেরই অংশ আমার মনে হয়। সবাই সবসময় সব সিরিজে রান করবে না। আমি মনে করি, লিটন প্রায় দুই বছর দুর্দান্ত খেলেছে। সব সংস্করণেই সে পারফর্ম করেছে। তার এক-দুইটি সিরিজ খারাপ যেতেই পারে। একই কথা মিরাজ বা অন্যদের জন্যও প্রযোজ্য। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন তারা রান করে না তখন অন্য কাউকে এগিয়ে আসতে হবে। যে কারও খারাপ সিরিজ যেতে পারে। এটি ঠিক আছে।’

তাসকিন আহমেদকে শেষ ওয়ানডেতে বিশ্রামে রেখে সেরা একাদশে এবাদত হোসেন। অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দিলেন এবাদত। ৯ ওভার বল করে ১ মেডেনসহ দুই উইকেট ঝুলিতে, রান খরচ করেন কেবল ৩৮। ডেভিড মালানকে শূন্যহাতে ফিরিয়ে দিয়ে মইন আলির স্টাম্প ভাঙেন দুর্দান্ত ইয়র্কারে।

এবাদতের পারফরম্যান্স নিয়ে বেশ খুশি টাইগার দলপতি। তার মতে, এবাদত সহজেই ম্যাচের কন্ডিশন বুঝতে পেরেছে,

‘এবাদত আমাদের পরিকল্পনায় আছে দেখেই ১৫ জনের মধ্যে আছে। ও শেষ সিরিজেও ভালো বোলিং করেছে। দূর্ভাগ্যবশত প্রথম দুই ম্যাচে সুযোগ পায়নি। তবে এই ম্যাচে যতটুকু বল করেছে অসাধারণ ছিল। ও কন্ডিশনটা ভালোভাবে বুঝতে পেরেছে। এই উইকেটে কোন ডেলিভারি ভালো, কোনটা ভালো নয় তা ধরতে পেরেছে এবং ওভাবেই সে বল করেছে। ওর পারফরম্যান্স নিয়ে আমি খুবই খুশি।’

সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে দুই পেসার খেলিয়ে রীতিমতো তোপের মুখে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তামিম ইকবাল আশ্বাস দিলেন সামনের সিরিজ থেকে কন্ডিশন বিবেচনায় তিন পেসার নিয়ে নামবে,

‘সামনের দিকে আপনারা দেখবেন আমরা আবার তিন পেসার খেলাবো। নির্ভর করবে আমরা কোন কন্ডিশনে খেলছি। কন্ডিশন হিসেবে আমাদের টিম সিলেকশনটা করা হয়।’

তামিম খুশি, তামিম হতাশ, ‘দ্বিতীয় ম্যাচের পর আমি বলেছিলাম, আমরা উঁচুতে থেকে শেষ করতে চাই। আমি অনেকবার বলেছি, আমাদের ওয়ানডে দল নিয়ে আমরা অনেক গর্ব করি। বিশেষ করে আমরা যখন ঘরের মাঠে খেলি। ভালোভাবে শেষ করায় খুশি। তবে সিরিজ হেরে যাওয়ায় হতাশ।’

৯৭ প্রতিবেদক

Read Previous

সাকিবকে প্রশংসার বন্যায় ভাসিয়ে তামিম জানালেন চার-পাঁচেই সাকিব চূড়ান্ত

Read Next

ত্রিদেশীয় সিরিজ খেলতে আবু ধাবি যাচ্ছে টাইগার যুবারা

Total
0
Share