

দলের বিপর্যয়ে দাঁড়িয়ে ব্যাট হাতে ৭৫ রানের অনবদ্য এক ইনিংসের পর বোলিংয়ে সাকিব নেন ৪টি উইকেট। রীতিমতো ধ্বংসস্তূপ বানিয়ে দেন ইংলিশ ব্যাটিং লাইনকে। আর তাতেই বাংলাদেশের রোমাঞ্চকর জয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক তামিম ইকবাল নায়ক সাকিবের প্রশংসায় পঞ্চমুখ। শোনালেন অভিজ্ঞ সাকিবের দক্ষতা ও ক্ষমতার গল্প। সাকিবের ব্যাটিং পজিশন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন তামিম।
সাকিবের আলো ছড়ানোর ম্যাচে বাংলাদেশ পঞ্চাশ রানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। সাকিব ‘ফেনোমেনাল’, তার মত ব্লেসড খুব কম আছে বলছেন তামিম।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিবকে রীতিমতো প্রশংসা বন্যায় ভাসিয়েছেন তামিম ইকবাল।
‘সাকিব ফেনোমেনাল ছিল। সে যেভাবে ব্যাটিং করেছে। বিশেষ করে শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে। তখনের ওই ২০-২৫ রান খুব গুরুত্বপূর্ণ ছিল। পরে সত্যি বলতে উইকেটে তেমন স্পিন ছিল না। কিন্তু সে যেভাবে বোলিং করেছে, সত্যিই দুর্দান্ত ছিল। যা পরে তাইজুলকেও আত্মবিশ্বাস দিয়েছে। যার শুরুটা ভালো ছিল না। সাকিব যেভাবে বোলিং করেছে তা দেখেছে, সাকিবের সঙ্গে কথাও বলেছে। তো হ্যাঁ, এটি ফ্যান্টাসটিক পারফরম্যান্স ছিল।’
‘আমি মনে করি, সাকিব মানসিকভাবে খুব শক্ত। বেশিরভাগ সময় দেখবেন যখন সে চাপে থাকে, এরকম পারফরম্যান্স করে। অতীতেও সে এমন করেছে। সে মানসিকভাবে যেমন শক্ত, তেমনি তার স্কিলসেটও দারুণ। খুব বেশি ক্রিকেটার এমনটা পারে না, যে দশ ওভার বোলিং করে এবং তার মতো ব্যাটিং করে। আমি মনে করি, সে দুটিই দারুণভাবে কাজে লাগায়।’
সাকিব আল হাসান একাই আজ ঘায়েল করেছেন ইংলিশ বাহিনীকে। তার অলরাউন্ড পারফর্ম্যান্সে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়ে পঞ্চাশ রানের স্বস্তির জয় পেল বাংলাদেশ। দলে সাকিবের মতো ক্রিকেটার থাকায় নিজেদের ধন্য মনে করছেন তামিম,
‘সাকিবের কথাটা কিছুক্ষণ আগেই আসলে বলেছি। আমার মনে হয় যে আজ তার পারফরম্যান্স অসাধারণ। পুরো ক্যারিয়ারে অসাধারণ করেছে। আমি সবসময় বলি, যে কোনো দল সাকিবের মতো ক্রিকেটার পেলে ধন্য হবে।’
প্রিয় পজিশন তিন হলেও সাকিব আল হাসান ইংল্যান্ড সিরিজে সাফল্য পেয়েছেন পাঁচে নেমেও। পরপর দুই ম্যাচে ফিফটি, চট্টগ্রামে শেষ ম্যাচে ৭৫ রানের ইনিংস খেলে রীতিমতো দলকে বাঁচিয়েছেন। তবে সাকিব কি পাঁচেই খেলবেন সামনের সিরিজ কিংবা আসন্ন ওয়ানডে বিশ্বকাপে?
বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের উত্তরে মিলল চূড়ান্ত তথ্য,
‘সাকিবের ব্যাটিং অর্ডার ৪ বা ৫ নম্বরে হবে। এটি চূড়ান্ত।’