

মিরপুরে প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েই চট্টগ্রামে এসেছিল বাংলাদেশ দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে ৫০ রানে জিতে কোনমতে হোয়াইটওয়াশ এড়িয়েছে তামিম ইকবালের দল। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব আল হাসান।
আগে ব্যাট করা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে। ৭১ বলে ৭ চারে ৭৫ রান করে সাকিব দলকে ২৫০ ছুঁইছুঁই (২৪৬) সংগ্রহ এনে দেন।
পরে বল হাতেও দলকে নেতৃত্ব দেন সাকিব। জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স ও রেহান আহমেদকে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন। ওয়ানডেতে স্পর্শ করেন ৩০০ উইকেটের মাইলফলক, ১ম বাংলাদেশি ও সবমিলে ১৪ তম বোলার হিসাবে।
মাঠে সাকিবের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। দলের সাফল্য উদযাপনেও ছিলেন মধ্যমনি। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন সাকিব অন্য যেকোন সময়ের চেয়ে এখন জেতার জন্য বেশি মরিয়া।
বিসিবি বস বলেন, ‘সাকিব তো আমাদের সেরা খেলোয়াড়, এটা নিয়ে তো কারও দ্বিধা-দ্বন্দ্বের কোন সুযোগই নেই। আমি এই সিরিজের প্রথম থেকেই দেখছি, ইনফ্যাক্ট গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই দেখছি ওর মধ্যে একটা বিরাট পরিবর্তন এসছে। সে কিন্তু এখন জেতার জন্য মরিয়া। আগেও জেতার জন্য মরিয়া ছিল, তবে এখন এটা বেশি। এটা একটা খুবই ভালো লক্ষণ।’
বিসিবি সভাপতি বলছেন সাকিব যেদিন পারফর্ম করবে সেদিন অন্য দলের সুযোগ কম। সাকিব ছাড়াও মুশফিক, এবাদতদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
পাপন বলেন, ‘সাকিব যেদিন পারফর্ম করবে সেদিন আসলে যেকোন প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আজকে সাকিব করেছে, মুশফিক রান করেছে, অন্যরাও সাপোর্ট দিয়েছে। এবাদত যে বলটা করেছে… তাসকিন তো এই সিরিজে আমাদের সেরা বোলার। ও যখন ছিল না একটু তো ভয় লাগছিল। তো সেখানে এবাদত যেভাবে বল করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার।’