

দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দুই ভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে। টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক বদলে ফেলেছে দলটি।
২৮ বছর বয়সী এইডেন মার্করাম দক্ষিণ আফ্রিকার নয়া টি-টোয়েন্টি অধিনায়ক। এর আগে এই ফরম্যাটে দলটির নেতা ছিলেন টেম্বা বাভুমা।
গেল মাসে অধিনায়কত্ব ছাড়েন বাভুমা। অধিনায়কের আর্মব্যান্ড মার্করামকে দিতে বেশি ভাবতে হয়নি প্রোটিয়া নির্বাচকদের। ২০১৪ সালে মার্করামের নেতৃত্বেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি এসএ২০ এর প্রথম আসরে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন (সানরাইজার্স ইস্টার্ন কেপ)। আইপিএলে নেতৃত্ব ভার পেয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের।
আনরিখ নরকিয়া ও কাগিসো রাবাদাকে ওয়ানডে স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। ৫০ ওভারি ফরম্যাটে রাখা হয়েছে ৪ আনক্যাপড ক্রিকেটারকে।
দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর অব ক্রিকেট এনোখ এনকিউ এইডেন মার্করামকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি এইডেন মার্করামকে প্রোটিয়া টি-টোয়েন্টি দলের অধিনায়ক হবার জন্য অভিনন্দন জানাচ্ছি। নেতৃত্ব তার কাছে খুবই পরিচিত বিষয়, বিভিন্ন লেভেলের ক্রিকেটে তিনি নেতৃত্ব দিয়ে সফল। তিনি এমন একজন ক্রিকেটার যার অধিনায়ক হিসাবে সফল হবার সব গুণই আছে। আমাদের কোন সন্দেহ নেই, তিনি যে দক্ষিণ আফ্রিকাকে পরবর্তী ধাপে নিয়ে যাবেন।’
PROTEAS ODI SQUAD ANNOUNCEMENT 🚨
2⃣ Squads
4⃣ uncapped players – Gerald Coetzee, Tony de Zorzi, Tristan Stubbs and Ryan Rickelton
5⃣ additions for Game 3All the details 🔗 https://t.co/ezqnfV3J8m#SAvWI #BePartOfIt pic.twitter.com/vOPBSY6aTq
— Proteas Men (@ProteasMenCSA) March 6, 2023
প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড-
টেম্বা বাভুমা (অধিনায়ক), গেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিজোর্ন ফর্টুইন, রেজা হেনড্রিক্স, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, উইয়ান মুলডার, লুঙ্গি এনগিডি, রিয়ান রিকেলটন, আন্দিলে ফেলুকওয়ায়ো, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস, র্যাসি ভ্যান ডার ডুসেন।
শেষ ওয়ানডের জন্য স্কোয়াড-
টেম্বা বাভুমা (অধিনায়ক), গেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিজোর্ন ফর্টুইন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন,হেনরিখ ক্লাসেন, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুলডার, লুঙ্গি এনগিডি, রিয়ান রিকেলটন, ওয়েইন পারনেল, আন্দিলে ফেলুকওয়ায়ো, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস, র্যাসি ভ্যান ডার ডুসেন।
টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড-
এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিজোর্ন ফর্টুইন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্দা মাগালা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাব্রাইজ শামসি, ট্রিস্টান স্টাবস।
দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ সীমিত ওভারের সিরিজের সূচি-
১ম ওয়ানডে- ১৬ মার্চ, বাফেলো পার্ক, ইস্ট লন্ডন
২য় ওয়ানডে- ১৮ মার্চ, বাফেলো পার্ক, ইস্ট লন্ডন
৩য় ওয়ানডে- ২১ মার্চ, জেবি মার্কস ওভাল, পচেফস্ট্রুম
১ম টি-টোয়েন্টি- ২৫ মার্চ, সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ান
২য় টি-টোয়েন্টি- ২৬ মার্চ, সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ান
৩য় টি-টোয়েন্টি- ২৮ মার্চ, ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ।