

দক্ষিণ আফ্রিকা পেসার আনরিখ নরকিয়াকে টেস্ট স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মিল্ড গ্রোইন ইনজুরিতে পড়েন এই গতি তারকা।
উইন্ডিজদের বিপক্ষে ৮৭ রানে জেতা প্রথম টেস্টে ছিলেন নরকিয়া প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া নরকিয়া ২য় ইনিংসে নেন ১ উইকেট। তাকে সতর্কতা হিসাবে বিশ্রাম নিতে বলেছে দক্ষিণ আফ্রিকা মেডিকেল টিম।
#Proteas fast bowler Anrich Nortje has been released, as a precaution, from the Test squad after experiencing mild groin discomfort during the first Betway Test 🏏
No replacement has been named#SAvWI #BePartOfIt pic.twitter.com/rZ3dCHYGXa
— Proteas Men (@ProteasMenCSA) March 6, 2023
স্কোয়াড থেকে নরকিয়াকে ছেড়ে দিলেও কোন বিকল্প নাম ঘোষণা করেনি প্রোটিয়ারা। স্কোয়াডে এমনিতেই আছে কাগিসো রাবাদা, গেরাল্ড কোয়েটজে, মার্কো জানসেন, উইয়ান মুলডারের মত পেসাররা। দলের সঙ্গে থাকা বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টকেও ছেড়ে দেওয়া হয়েছে পারিবারিক কারণে।
আগামী ৮ মার্চ জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ২য় ও শেষ টেস্টে লড়বে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড-
টেম্বা বাভুমা, গেরাল্ড কোয়েটজে, টনি ডি জর্জি, ডিন এলগার, সিমন হারমার, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, সেনুরান মুতুসামি, কিগান পিটারসন, কাগিসো রাবাদা, রিয়ান রিকেলটন।