

অস্ট্রেলিয়া দলের নিয়মিত টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। তবে পারিবারিক কারণে ভারতের বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের ৩য় টেস্টে খেলা হয়নি তার। দলকে সে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন স্টিভ স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে ৩য় টেস্টের ন্যায় ৪র্থ টেস্টেও থাকছেন না কামিন্স, দলকে নেতৃত্ব দিবেন স্মিথই।
দিল্লিতে ২য় টেস্টের পর অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন কামিন্স। স্তন ক্যান্সারে ভুগতে থাকা মায়ের পাশে থাকতে ৩য় টেস্টের ন্যায় ৪র্থ টেস্টেও ফেরা হচ্ছে না তার।
কামিন্সের অবর্তমনে ইনদোরে ৩য় টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ। প্রথম দুই টেস্টে হারা অজিরা ৩য় টেস্টেই জয় পায়। হোলকার স্টেডিয়ামে নাথান লায়নের ১০ উইকেট শিকারের ম্যাচে ভারত হারে ৯ উইকেটের বড় ব্যবধানে।
ইনদোরে সেই জয়ের ফলে চলমান আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ এর ফাইনাল খেলা নিশ্চিত করে অজিরা। ৭ জুন ওভালে তারা খেলবে টেস্টে সেরার মুকুট পেতে। তাদের প্রতিপক্ষ নির্ধারণ হবে ভারত ও শ্রীলঙ্কার বাকি থাকা ম্যাচের ফলাফলের ওপর।
টেস্ট সিরিজের বাকি অংশে ছিটকে যাওয়া প্যাট কামিন্স ওয়ানডে সিরিজে থাকবেন কিনা সেই তথ্য নিশ্চিত করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। টেস্টের ন্যায় এই ফরম্যাটেও অজিদের অধিনায়ক কামিন্স। অজিদের ওয়ানডে স্কোয়াড থেকে ছিটকে গেছেন জাই রিচার্ডসন। সেখানে ডাক পেয়েছেন নাথান এলিস।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড-
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেইন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।