ব্যাট হাতে সাকিবের দাপট, তবুও অল্পতে থামল বাংলাদেশ

ব্যাট হাতে সাকিবের দাপট, তবুও অল্পতে থামল বাংলাদেশ
Vinkmag ad

মিরপুরের ন্যায় সাগরিকায়ও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। বিশচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রিয় ফরম্যাটেও অসহায় তামিম ইকবালের দল। ঘরের মাঠে ইংলিশদের কাছে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে বাংলাদেশের সংগ্রহ কেবল ২৪৬। শুরুর ধাক্কা সামলে শান্ত-মুশফিকের জোড়া ফিফটি, এরপর সাকিব আল হাসানের একা হাতের দাপুটে লড়াই। সাকিবের সর্বোচ্চ ৭৫ রানের ইনিংসে ভর করেও আড়াইশোর গন্ডি টপকাতে পারেনি বাংলাদেশ।

টানা তিন ম্যাচে পঞ্চাশ ওভারের পুরোটা খেলতে পারেনি বাংলাদেশ। আজ অলআউট হয়েছে ৪৯.৫ ওভারে, ২৪৬ রানে।

ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ খুইয়েছে টাইগাররা। আজ শেষ ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি তামিম ইকবাল। দুর্দান্ত পারফর্ম্যান্স করে যাওয়া তাসকিন আহমেদকে বিশ্রামে রেখে আজ সেরা একাদশে এবাদত হোসেন।

ফের ব্যর্থ লিটন দাস। আজও ফিরেছেন ডাকের স্বাদ নিয়ে। ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম লিটন পরপর দুই ম্যাচে আউট হয়েছেন শূন্যরানে। স্যাম কারেনের করা ইনিংসের প্রথম ওভারেই লিটনের উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে ১৭ রান উঠতে দুই ওপেনারকেই হারিয়ে ফেলে বাংলাদেশ। তামিম ইকবাল ৬ বলে ১১ রানের ইনিংস খেলে ফিরে যান প্যাভিলিয়নে।

ধীরগতির হলেও নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগার শিবির। প্রথম পাওয়ার-প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৩৪ রান। মুশফিক, শান্ত শুরুর দিকে উইকেটে লড়াই করলেও সময়ের বদলে তারা বেরিয়েছেন খোলস ছেড়ে।

দলের বিপর্যয়ে ব্যাট করতে এসে ৬৯ বলে পঞ্চাশ পূর্ণ করলেন নাজমুল হোসেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে এটি শান্ত’র দ্বিতীয় অর্ধশতক। মিরপুরে প্রথম ওয়ানডেতে খেলেছিলেন ৫৮ রানের ইনিংস। কিন্তু দুর্ভাগা শান্ত ব্যক্তিগত ৫৩ রানে পড়েছেন রান আউটের ফাঁদে। ভাঙে মুশফিকের সঙ্গে গড়া ৯৮ রানের জুটি।

শান্ত বিদায় নেওয়ার এই ওভারেই ফিফটি পূর্ণ করেন মুশফিকুর রহিম। তবে ব্যক্তিগত ৭০ রানে থাকা মুশফিককে ফেরালেন আদিল রশিদ। এরপর ৮ রান করতেই একই বোলারের বিপক্ষে একই পরিণতি মাহমুদউল্লাহ রিয়াদের।

আজও হেসেছে সাকিব আল হাসানের ব্যাট। ৫৫ বলে হাঁকিয়েছেন ফিফটি। ব্যাক টু ব্যাক ফিফটিতে ওয়ানডে ক্রিকেটে নিজের ৫২তম ফিফটির দেখা পেলেন সাকিব। সাকিবকে সঙ্গ দিতে এসে ২৪ বল খেললেও ১৫ রানের বেশি করতে পারেননি আফিফ হোসেন। আর তাতেই ভেঙে যায় ৪৯ রানের পার্টনারশিপ।

রেহান আহমেদ তার অভিষেক রাঙিয়েছেন মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে। জফরা আর্চারের প্রথম সাফল্য, দ্রুতই ফিরে গেলেন তাইজুল ইসলাম। বিপরীতে সাকিব ফিফটি হাঁকানোর পর হয়েছেন আরও মারকুটে। কিন্তু ব্যক্তিগত ৭৫ রানে সাকিবকে ফেরান আর্চার, দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন জেসন রয়।

পরবর্তী বলেই আর্চারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন মুস্তাফিজুর রহমান, শুরুতে আউট দেননি আম্পায়ার, রিভিউ নিয়ে সফল হয় ইংলিশরা।

৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফল বোলার আর্চার। ২ টি করে শিকার স্যাম কারেন ও আদিল রশিদের। ১ টি করে উইকেট পকেটে পোরেন ক্রিস ওকস ও রেহান আহমেদ।

৯৭ প্রতিবেদক

Read Previous

আবারও আজম খানের ব্যাটে রান, পয়েন্ট তালিকার ‘২’ এ ইসলামাবাদ

Read Next

শেষ টেস্টেও ফেরা হচ্ছে না কামিন্সের, ওয়ানডে স্কোয়াডে বদল

Total
0
Share