আবারও আজম খানের ব্যাটে রান, পয়েন্ট তালিকার ‘২’ এ ইসলামাবাদ

আবারও আজম খানের ব্যাটে রান, পয়েন্ট তালিকার '২' এ ইসলামাবাদ
Vinkmag ad

ফজল হক ফারুকির দুর্দান্ত বোলিং, কলিন মুনরোর বিধ্বংসী ব্যাটিং ও ফাহিম আশরাফের চমৎকার ফিনিশিংয়ে দারুণ এক জয় পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ৮ এ কোয়েটা গ্লাডিয়েটর্সকে তারা হারিয়েছে ২ উইকেটের ব্যবধানে। এর ফলে মুলতান সুলতান্সকে টপকে পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠে এসেছে শাদাব খানের দল।

১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে রহমানুল্লাহ গুরবাজকে হারায় ইসলামাবাদ। তবে মুনরোর ব্যাটিং দৃঢ়তায় স্কোরবোর্ডে দ্রুত রান আসতে থাকে তাদের। ৭ ওভারেই ৯৬ রান হয়ে যায় তাদের।

মুনরো মাত্র ২৯ বলে ৫ চার ও ৪ ছয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন। তার বিদায়ের পর কিছুটা ফাটল ধরে ইসলামাবাদের ইনিংসে। তবে আজম খান ও ফাহিম আশরাফের ব্যাটে চড়ে ৩ বল হাতে রেখে জয় পেয়ে যায় ইসলামাবাদ।

আজম ২৫ বলে ৩৫ রান করেন। শেষ ৩ বলে ৩ চার হাঁকিয়ে জয় এনে দেওয়া ফাহিম অপরাজিত থাকেন ৩৯ রানে।

কোয়েটার পক্ষে উমাইদ আসিফ ৩টি ও মোহাম্মদ নেওয়াজ ২ উইকেট পান।

এর আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা কোয়েটার ইনিংসের সূচনায় আঘাত হানেন ফজল হক ফারুকি ও ফাহিম আশরাফ। এ দুইজনের সুইংয়ে পরাভূত হয়ে ১৭ রানে ৪ উইকেট হারিয়ে বসে কোয়েটা।

সেখান থেকে নওয়াজ ও নাজিবুল্লাহ জাদরানের হাফ সেঞ্চুরি এবং উমর আকমলের ১৪ বলে অপরাজিত ৪৩ রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ১৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কোয়েটা।

নাজিবুল্লাহ ৩৪ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন। নওয়াজের ব্যাট থেকে আসে ৫২ রান।

ফারুকি ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। ফাহিম নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

কোয়েটা গ্লাডিয়েটর্স: ১৭৯/৬ (২০), ইয়াসির ৫, স্মিড ০, সরফরাজ ৩, নওয়াজ ৫২, ইফতিখার ২, নাজিবুল্লাহ ৫৯, আকমল ৪৩*, স্মিথ ৪*; ফারুকি ৪-০-২৫-৩, ফাহিম ৩-০-২৯-২, রইস ৪-০-২৯-১

ইসলামাবাদ ইউনাইটেড: ১৮৩/৮ (১৯.৩), গুরবাজ ০, হেলস ১২, মুনরো ৬৩, শাদাব ৮, মুবাসির ৫, আজম ৩৫, আসিফ ৬, ফাহিম ৩৯*, হাসান ১, রইস ০*; নাসিম ৪-০-২৮-১, উমাইদ ৪-০-৩৭-৩, নাভিন ৪-০-৩৭-১, ইফতিখার ১-০-১৯-১, নওয়াজ ৪-০-১৭-২

ফলাফল: ইসলামাবাদ ইউনাইটেড ২ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: ফজল হক ফারুকি ( ইসলামাবাদ ইউনাইটেড)।

৯৭ ডেস্ক

Read Previous

বাংলাদেশের ‘১’, ইংল্যান্ডের ‘৩’ পরিবর্তন

Read Next

ব্যাট হাতে সাকিবের দাপট, তবুও অল্পতে থামল বাংলাদেশ

Total
0
Share