

৭ বছর পর আবার বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড। মিরপুরে টানা দুই ওয়ানডে জিতে ওয়ানডে সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে ইংল্যান্ড। চট্টগ্রামে টাইগারদের মিশন হোয়াইটওয়াশ এড়ানোর।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩য় ও শেষ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ প্রথম দুই ম্যাচ একই একাদশ নিয়ে খেললেও আজ এনেছে পরিবর্তন। পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে, তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন।
ইংল্যান্ড একাদশে আছে তিন পরিবর্তন। ৩য় ম্যাচের একাদশে ঢুকেছেন ক্রিস ওকস ও জফরা আর্চার। বিশ্রাম পেয়েছেন মার্ক উড ও সাকিব মাহমুদ। ইনজুরিতে ছিটকে যাওয়া উইল জ্যাকসের জায়গায় ওয়ানডে অভিষেক হচ্ছে লেগ স্পিনার রেহান আহমেদের।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ-
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), মইন আলি, স্যাম কারেন, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জফরা আর্চার।