ব্যাটার তাসকিনের বাজিমাতে খুশি কোচ হেরাথ ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী

করোনা যুদ্ধ শেষে টাইগারদের সাথে যোগ দিয়েছেন রঙ্গনা হেরাথ
Vinkmag ad

ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ খুইয়েছে টাইগাররা। টানা হারে কঠিন পরিস্থিতিতে থাকলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। ব্যাটসম্যান তাসকিনকে ভাসিয়েছেন প্রশংসার বন্যায়।

ইংল্যান্ড সিরিজের মাঝে তাসকিন আহমেদকে অলরাউন্ডার তকমা দিলেও কোনো ভুল হত না। বল হাতে গতির ঝড় তুলে লোয়ার অর্ডারে ব্যাটিংয়েও তাসকিন অনিন্দ্য সুন্দর। গেল দুই ম্যাচে গুরুত্বপূর্ণ ৪ উইকেট শিকারের সঙ্গে ব্যাট হাতে করেন যথাক্রমে ১৪ ও ২১।

প্রথম ওয়ানডেতে আর্চারের বলে ক্যাচ তুলে ফেরার আগে ১ ছয় ও চারে ১৮ বলে করেন ১৪। আর পরের ম্যাচে ১০০ স্ট্রাইক রেটে ২১ রান, ৪ বাউন্ডারিতে। শেষদিকে দলের সংগ্রহ বড় করতে তাসকিন যেন নায়কের ভূমিকায়। ব্যাটার তাসকিনের পারফর্ম্যান্সে মুগ্ধ হেরাথ,

‘তাসকিনের চেষ্টা ছিল রান করার। আর এটাই আমরা চাচ্ছিলাম। আপনি ব্যাটার হিসেবেই খেলুন আর বোলার হিসেবেই খেলুন আপনার মধ্যে সেই চেষ্টাটা থাকতে হবে (রান করার)। তাসকিন দারুণ ব্যাটিং করেছে, সে ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছে।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ আরও বলছেন,

‘আমি আগেও বলেছি, হারা দলে থাকাটা খুব কঠিন। তবে হার-জিত খেলার অবিচ্ছেদ্য অংশ। আমাদেরকে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়াতে হবে। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেটাতেও ভালো খেলার জন্য মুখিয়ে আছি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আহমেদ রাজা

Read Next

দুইশোতে দেড় যুগ আগের রেকর্ড ভাঙলেন সাদমান

Total
0
Share