

বর্তমান সময়ে বাংলাদেশের জার্সিতে তাসকিন আহমেদের আলো ছড়িয়ে যাওয়া রীতিমতো সাড়া ফেলেছে দেশের বাইরের ক্রিকেটাঙ্গনেও। দুর্দান্ত তাসকিনে মুগ্ধ ইংলিশ তারকা পেসার মার্ক উড। শুধুই কি উড, পুরো ইংল্যান্ড দলই যে তাসকিনের পেস আগুনে পেয়েছে মুগ্ধতা। তাসকিনের বল পড়ে সফল আর্চার-উডরা।
তাসকিন আহমেদ প্রথম ওয়ানডেতে বল করেছেন মোট ৯ ওভার, ১ মেডেনসহ ঝুলিতে নেন ১ উইকেট। ২.৮৮ ইকোনোমিতে রান খরচ করেন কেবল ২৬। ২য় ম্যাচে ৬৬ রান খরচায় দখলে নেন ৩ উইকেট। বাংলাদেশি পেসারদের মধ্যে সফল কেবল তাসকিন। প্রতিপক্ষের সামনে নিঃসন্দেহে তাসকিন বড় এক হুমকির নাম।
বন্দরনগরী চট্টগ্রামে কাল সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। এর আগে অফিসিয়াল সংবাদ সম্মেলনে এসে ইংল্যান্ডের পেসার মার্ক উড মাতলেন টাইগার পেসার তাসকিন আহমেদের বন্দনায়।
তাসকিন শুধু উডকেই মুগ্ধ করেননি, পুরো ইংল্যান্ড স্কোয়াড তাসকিনের প্রশংসায় মাতে ড্রেসিংরুমে। উডের কণ্ঠে,
‘তাসকিন খুব চিত্তাকর্ষক। আমার মনে হয় সে সবাইকেই মুগ্ধ করেছে, শুধু আমি না। পুরো দলই বলছিল কী দারুণ বল সে করেছে। এবং খুব গতিতেও করেছে। ভালো জায়গায় বল ফেলেছে।’
মিরপুরের প্রথম ওয়ানডেতে তাসকিনের দারুণ সব ডেলিভারি দেখে পরের ম্যাচে ছক আঁকে ইংল্যান্ড দল। উড, আর্চার, ওকস তাসকিনের চেনানো মন্ত্রে কাজ করেছেন।
‘প্রথম খেলায়, আমাদের পেসারদের বরং সেই দেখিয়েছে কোথায় বল করতে হয়। তার পারফরম্যান্স থেকে আমরা অনেক কিছু নিয়েছি। আমি, জোফরা (আর্চার) এবং ওয়াকসি (ক্রিস ওকস) নিয়েছি। যে জায়গায় সে বল করেছে আমরা খুবই চাপে পড়েছি। সে আঁটসাঁট ছিল। শুধু উইকেট নেয়নি, রানও আটকে রেখেছিল। দুর্দান্তভাবে চিত্তাকর্ষক, যার বিপক্ষে খুব ভালো খেলতে হবে। আমি চাই না সে খারাপ করুক। তবে অনেক উইকেট নিয়ে ম্যাচ একপেশে করে ফেলবে এটাও আশা করি না।’