বাংলাদেশ সফর শেষ উইল জ্যাকসের, ফিরছেন বাড়ি

355381.4
Vinkmag ad

বাংলাদেশ সফরের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস। সিরিজ শুরুর আগেই ইনজুরিতে বাদ পড়া টম অ্যাবলের জায়গায় খেলতে এসে দুই ম্যাচের মধ্যেই ইনজুরির কেবলে জ্যাকস।

উইল জ্যাকসের আপডেট ঘোষণায় ইসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ঢাকায় দ্বিতীয় ওডিআইতে ফিল্ডিং করার সময় বাম উরুতে চোট পাওয়ায় উইল জ্যাকস বাংলাদেশ সফরের বাকি অংশ থেকে বাদ পড়েছেন। জ্যাকস তার পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বাড়ি ফিরে যাবেন।

জ্যাকস তার চোট সারিয়ে উঠতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার জন্য শীঘ্রই বাড়ি ফিরবেন। এরমধ্যেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলা ইংল্যান্ড উইল জ্যাকসকে ছাড়াই খেলবে শেষ ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

উইল জ্যাকসের ওয়ানডে অভিষেকের প্রথম বলেই চার মারেন সাকিব। এরপর আফিফ হোসেনকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারের নিজের প্রথম শিকারের দেখা পান জ্যাকস। ব্যাট হাতে এই ম্যাচে করেন ২৬ রান। দ্বিতীয় ওয়ানডেতে ১ রান করতেই ফিরে যান প্যাভিলিয়নে। বল হাতে থাকেন উইকেটশূন্য।

৯৭ ডেস্ক

Read Previous

সাকিব-মিরাজদের চেয়ে সফল আদিল-মইনরা, হেরাথ যা বলছেন

Read Next

দুর্দান্ত তাসকিনে মুগ্ধ ইংল্যান্ড দল, তার বল পড়ে সফল উড-আর্চাররা

Total
0
Share