কক্সবাজারে সাদমানের ডাবল সেঞ্চুরি

তামিমের পরামর্শ মেনে খেলেছেন সাদমান
Vinkmag ad

বেশকিছু দিন ধরে সাদমান ইসলাম ছিলেন আলোচনার বাইরে, অফফর্মের কারণে জায়গা হারাতে হয়েছে বাংলাদেশ টেস্ট দল থেকে। তবে সাদমান সেই দুঃসময় পেছনে ফেলে রানে ফিরেছেন চলতি বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়ে। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি কক্সবাজারে বিসিএল ফাইনাল ম্যাচে সেঞ্চুরির পর আজ করেছেন ডাবল সেঞ্চুরি। ফাইনালে বিসিবি মধ্যাঞ্চলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সাদমান আছেন ২৩০ রানে অপরাজিত।

চারদিনের ম্যাচের প্রথম দিনেই সাদমান হাঁকান সেঞ্চুরি। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেঞ্চুরি হাঁকিয়ে সাদমান প্রথম দিনে অপরাজিত ছিলেন ১৩০রানে। আজ সেই সেঞ্চুরিকে এই ওপেনার রুপ দিয়েছেন ডাবলে। ৩৯৪ বলে ২৬ বাউন্ডারি এবং ১ ছক্কায় ডাবল সেঞ্চুরি করেন সাদমান। এটি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

ডাবল সেঞ্চুরি করার পথে সাদমান চতুর্থ উইকেটে ফজলে মাহমুদ রাব্বির সাথে গড়েন দেড়শো রানের জুটি। ব্যক্তিগত ৬১ রান করে রাব্বি প্যাভিলিয়নে পারি জমালে সেই জুটি থামে ১৫৪ রানে।

পঞ্চম উইকেটেও সাদমান আরো একটি দেড়শ রানের জুটি গড়েন। এখানে তার সঙ্গী মার্শাল আইয়ুব। দুর্দান্ত এই জুটি গড়ার পথে মার্শাল তুলে নিয়েছেন ফিফটি। সাদমান-মার্শালের অবিচ্ছিন্ন ১৬৮ রানের জুটিতে দক্ষিণাঞ্চল চা বিরতিতে যায় ৪ উইকেটে ৪১৯ রান করে। সাদমানের সাথে মার্শাল ক্রিজে আছেন ৭৮ রানে।

দক্ষিণাঞ্চল ৩ উইকেটে ২৩৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে।

৯৭ প্রতিবেদক

Read Previous

মুশফিক যখন বাংলাদেশ দলের ‘অলরাউন্ডার’

Read Next

সাকিব-মিরাজদের চেয়ে সফল আদিল-মইনরা, হেরাথ যা বলছেন

Total
0
Share