মুশফিক যখন বাংলাদেশ দলের ‘অলরাউন্ডার’

মুশফিক যখন বাংলাদেশ দলের 'অলরাউন্ডার'
Vinkmag ad

২০২২ এ খেলা নিজের দ্বিতীয় ওয়ানোডে ম্যাচে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ৮৬ রানের ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। এরপর ৩ ইনিংস বিরতি দিয়ে আবার ফিফটির দেখা পান হারারেতে, জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর ৭ ইনিংস ফিফটি তো দুরে থাক, ছুতে পারেননি ৩০ রানও।

ভারতের বিপক্ষে ১৮, ১২ ও ৭ রান করে শেষ করেছিলেন ২০২২। ২০২৩ এ এসেও ভাগ্য বদলায়নি তার। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১৬ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেন কেবল ৪ রান।

সাম্প্রতিক ফর্ম নিয়ে দলের দুশ্চিন্তায় বাড়াচ্ছেন ৩৬ ছুঁইছুঁই মুশফিক। এর আগে উইকেটকিপিং নিয়ে সমালোচিত হলেও এবার আতশ কাচের নিচে মুশফিকের ব্যাটিংও।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম দারুণ এক বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) কাটিয়েছেন। তবে ৫০ ওভারি ক্রিকেটে সেই ফর্ম টেনে আনতে পারেননি।

আগামীকাল (৬ মার্চ) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন টাইগারদের। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে প্রশ্ন করা হয়েছিল দলের জন্য উইকেটরক্ষক মুশফিক নাকি ব্যাটার মুশফিক বেশি কার্যকর? উত্তরে হেরাথ বলেন তার কাছে মুশফিক অলরাউন্ডার। সেরা ফর্মে ফিরতে সে তার সেরা প্রচেষ্টাই করছে।

রঙ্গনা হেরাথ বলেন, ‘বেসিকালি মুশফিকুর রহিম আমাদের জন্য অলরাউন্ডার। সে একজন ব্যাটার, সাথে উইকেটরক্ষক। মুশফিক আগেও ভালো করেছে। সে তার সামর্থ্যের সেরাটা দেবার চেষ্টা করছে। আমার কাছে সে আমাদের অলরাউন্ডার।’

৯৭ প্রতিবেদক

Read Previous

রাশিদ খান ম্যাজিকে লাহোরের ‘৫’ এ ‘৫’

Read Next

কক্সবাজারে সাদমানের ডাবল সেঞ্চুরি

Total
0
Share