রাশিদ খান ম্যাজিকে লাহোরের ‘৫’ এ ‘৫’

রাশিদ খান ম্যাজিকে লাহোরের '৫' এ '৫'
Vinkmag ad

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ৮ এ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে লাহোর কালান্দার্স। আফগান রিক্রুট রাশিদ খানের দুরন্ত বোলিংয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মুলতান সুলতান্সকে তারা হারিয়েছে ২১ রানের ব্যবধানে। এই দিয়ে সর্বশেষ ৫টি ম্যাচই জিতেছে শাহীন শাহ আফ্রিদির দল।

সুসময়ে থাকা লাহোরকে এদিন চ্যালেঞ্জিং স্কোর এনে দেওয়ার নেপথ্যে ছিলেন স্যাম বিলিংস ও আবদুল্লাহ শফিক। টসে জিতে আগে ব্যট করে বিলিংসের ৫৪ ও শফিকের ৪৮ রানের উপর ভর করে দুইশোর বেশি রান করার সম্ভাবনা জেগেছিল তাদের।

তবে শেষদিকে একের পর এক উইকেট হারানোয় রানের সংখ্যাটা ১৮০-তে থামে।

মুলতানের পক্ষে আনোয়ার আলি, ইহসানুল্লাহ, আব্বাস আফ্রিদি ও কাইরন পোলার্ড ২টি করে উইকেট পান।

মুলতানের সুযোগ ছিল লাহোরকে টপকে যাওয়ার। সূচনাটা তাদের ভালোই হয়েছিল। তবে রাশিদ খান বোলিংয়ে আসতেই যেন মুলতানের ব্যাটিং লাইনআপে মড়ক ধরে।

শেষদিকে পোলার্ড ঝড়ো ইনিংস খেললেও জয়ের কাছেও যেতে পারেনি মুলতান। ১৫৯ রানে থামে তাদের ইনিংস। পোলার্ড সর্বোচ্চ ৩৯ ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৩০ রান করেন।

রাশিদ ৪ ওভারে মাত্র ১৫ রানে নিয়েছেন উসামা মীর, রাইলি রুশো ও ডেভিড মিলারদের মত গুরুত্বপূর্ণ উইকেট। স্বভাবতই ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

লাহোর কালান্দার্স: ১৮০/৯ (২০), ফখর ০, মীর্জা ১৭, শফিক ৪৮, বিলিংস ৫৪, রাজা ১৪, তালাত ৯, ভিসা ১৫*, রাশিদ ০, শাহীন আফ্রিদি ৯, রউফ ০; সামিন ৩-০-২৯-১, আনোয়ার ৩-০-২১-২, ইহসানুল্লাহ ৪-০-৩৩-২, আব্বাস ৩-০-২৫-২, পোলার্ড ২-০-১৬-২

মুলতান সুলতান্স: ১৫৯/৭ (২০), মাসুদ ১৯, রিজওয়ান ৩০, উসামা ১৭, রুশো ১২, মিলার ১, পোলার্ড ৩৯, খুশদিল ১০, আনোয়ার ১৭*, আব্বাস ৪*; জামান ৩-০-২৩-১, রউফ ৪-০-৩০-১, রাশিদ ৪-০-১৫-৩, রাজা ১-০-১০-১, তালাত ১-০-২২-১

ফলাফল: লাহোর কালান্দার্স ২১ রানে জয়ী

ম্যাচ সেরা: রাশিদ খান (লাহোর কালান্দার্স)।

৯৭ ডেস্ক

Read Previous

সুপার উইমেনের পক্ষে খেলতে পাকিস্তানে যাচ্ছেন জাহানারা আলম

Read Next

মুশফিক যখন বাংলাদেশ দলের ‘অলরাউন্ডার’

Total
0
Share