

রাওয়ালপিন্ডিতে আগামী ৮, ১০ ও ১১ মার্চ উইমেন্স লিগ এক্সিবিশনের ৩ টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ম্যাচগুলোর আগে অ্যামাজন ও সুপার উইমেন- দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি।
বিসমাহ মারুফের নেতৃত্বে অ্যমাজন ও নিদা দারের নেতৃত্বে খেলবে সুপার উইমেন। দুই দলেই আছে আন্তর্জাতিক তারকা।
অ্যামাজনে আয়ারল্যান্ডের লরা ডেলানি, ইংল্যান্ডের লরেন উইনফিল্ড হিল, মায়া বোশিয়ার ও টেমি বিউমন্ট, অস্ট্রেলিয়ার টেস ফ্লিনটফ খেলবেন।
সুপার উইমেনে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের ড্যানি ওয়াট, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, নিউজিল্যান্ডের লিয়া তাহুহুর সঙ্গে আছেন বাংলাদেশের জাহানারা আলম।
সেপ্টেম্বরে পাকিস্তান উইমেন্স লিগ আয়োজনের আগে এটি হতে চলছে পাইলট প্রজেক্ট। ৩৬ জন ক্রিকেটার ভাগ হয়ে খেলবেন দুই দলে।
⭐ 𝐒𝐭𝐚𝐫-𝐬𝐭𝐮𝐝𝐝𝐞𝐝 𝐥𝐢𝐧𝐞𝐮𝐩𝐬 ⭐
📢 Amazons and Super Women squads for the Women’s League exhibition matches
Who are you most excited to see in action in Rawalpindi❓
Read more ➡️ https://t.co/WAbpRNY4m4#LevelPlayingField pic.twitter.com/a6dwzDKG4O
— Pakistan Cricket (@TheRealPCB) March 4, 2023
অ্যামাজন স্কোয়াড-
বিসমাহ মারুফ (ক্যাপ্টেন), আলিয়া রিয়াজ, আনাম আমিন, আরিশা নুর, এইমান ফাতিমা, ফাতিমা খান, ফাতিমা সানা, গুলাম ফাতিমা, গুল ফিরোজা, কায়নাত ইমতিয়াজ, লরা ডেলানি (আয়ারল্যান্ড), লরেন উইনফিল্ড হিল (ইংল্যান্ড), মায়া বোশিয়ার (ইংল্যান্ড), নাশ্রা সান্ধু, সাদাফ শামাস, টেমি বিউমন্ট (ইংল্যান্ড), টেস ফ্লিনটফ (অস্ট্রেলিয়া) ও উম্মে হানি।
সুপার উইমেন স্কোয়াড-
নিদা দার (ক্যাপ্টেন), আইমান আনোয়ার, চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা), ড্যানি ওয়াট (ইংল্যান্ড), ইরাম জাবেদ, জাহানারা আলম (বাংলাদেশ), লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), লিয়া তাহুহু (নিউজিল্যান্ড), মুনীবা আলি, নাটালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদ্রা আমিন, সিদ্রা নওয়াজ্ সৈয়দা আরুব শাহ, সৈয়দা মাসুমা জাহরা ও তুবা হাসান।