

করাচি কিংসের পেসার মোহাম্মদ আমির ফের বিতর্কে জড়িয়েছেন। পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমকে নিয়ে করা তার মন্তব্য এবং মাঠে আগ্রাসী উদযাপন ভঙ্গি পিএসএসলে এই সমালোচনার জন্ম দিয়েছে।
পাকিস্তানের আরেক সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি গত মাসে প্রথম দুই ম্যাচে আমিরের এমন আগ্রাসী আচরণে চটে চটে গেলেও করাচি মেন্টর ওয়াসিম আকরাম ব্যাপারটাকে পিএসএলের ইতিবাচক হিসেবে দেখছেন।
এর আগে আমিরও বাবার আজমের ভক্ত সমর্থকের একজন ছিলেন। কিন্ত সম্প্রতি বাবর আজমকে নিয়ে করা তার বিভিন্ন মন্তব্য এবং মাঠের আগ্রাসন সেই অতীত মুছে দিয়েছে। আফ্রিদি আমিরকে এ নিয়ে সতর্ক করলেও আমির তার কথা আমলে নেয় নি।
তবে আমির-বাবরের মাঠে এবং মাঠের বাইরের ঠান্ডা মস্তিষ্কের লড়াইয়ে খারাপ কিছু দেখছেন না ওয়াসিম আকরাম। এমন সুষম দ্বন্দ্ব পিএসএল দর্শকদের মনোযোগী করবে বলে মনে করেন তিনি।
পিএসএলে চলমান এই ঘটনার ব্যাপারে প্রশ্ন করা হলে জবাবে ওয়াসিম আকরাম বলেন, ‘কোনো টুর্নামেন্ট খেলা, প্রতিপক্ষের সাথে হাত মেলানো, গলায় লাগানোর মধ্যে খেলা সীমাবদ্ধ না। খেলার উন্মাদনা বাড়াতে কিছু চরিত্র দরকার হয়। কিছু দ্বন্দ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। আমি আমিরের পাশে আছি। একজন বোলার হিসেবে সে তার মাত্রার বাইরে কিছু করে নি।’