শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে দুই দলের স্কোয়াড

গল টেস্টে পথে ফিরল শ্রীলঙ্কা
Vinkmag ad

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড দ্বিতীয় চক্রের শুরু থেকে ছিল ছন্নছাড়া। এবারে যে আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ফাইনাল খেলা হচ্ছে না তা অনেক আগে থেকেই নিশ্চিত ছিল।

তবে আসন্ন সিরিজে তাদের প্রতিপক্ষ শ্রীলংকার সামনে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সুযোগ আছে। নিউজিল্যান্ডকে ২ ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে হোয়াইট ওয়াশ করতে পারলেই দিমুথ করুনারত্নের দল জুনে ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে।

তাই তাদের পথের কাটা হয়ে আসন্ন সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক টেস্ট জিতেছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে প্রতিদ্বন্দিতা করতে না পারলেও শেষ ম্যাচে ইতিহাস সৃষ্টি করে মাত্র ১ রানে জিতেছে নিউজিল্যান্ড। ফলো অনে পড়েও টেস্ট ম্যাচে এটি ইতিহাসের দ্বিতীয় জয়।

৯ মার্চ ক্রাইস্টচার্চে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড- শ্রীলংকা টেস্ট সিরিজে টিম সাউদির অধীনে আগের ঐতিহাসিক ম্যাচ জয়ী ১৩ জনই থাকছেন এই স্কোয়াডে।

১৯৯৬ সালের পর আবার ২০২৩ এর জুনে নিউজিল্যান্ড, আরব আমিরাতের সাথে আগস্টে ৩ ম্যাচ টি টুয়েন্টি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে।

নিউজিল্যান্ড দল : টিম সাউদি( অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, ম্যাট হ্যানরি, টম লাথাম, ব্লেইর টিকনার, ড্যারিল মিচেল, স্কট কাগলেইন, নেইল ওয়েগনার, কেন উইলিয়ামসন, হেনরি নিকলস, উইল ইয়াং

শ্রীলংকা দল : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, ওসাদা ফার্নান্দো, ধনঞ্জয় ডি সিলভা, ডিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, নিরোশন ডিকওয়েলা, নিশান মধুশকা, রমেশ মেন্ডিস, প্রভাত জয়াসুরিয়া, কাসুন রাজিথা, চামিকা কারুনারত্নে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, ভিলান রাথনায়কে, ভিশওয়া ফার্নান্দো।

৯৭ ডেস্ক

Read Previous

বিসিএল ফাইনালে সাদমানের অপরাজিত সেঞ্চুরি

Read Next

স্লেজিং করে ফের আলোচনায় আমির, পক্ষ নিলেন ওয়াসিম আকরাম

Total
0
Share