চট্টগ্রামে ২০০ টাকায় মিলবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিট

featured photo upda
Vinkmag ad

৭ বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড দল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের সাথে খেলবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। মিরপুরে প্রথম দুই ওয়ানডে হেরে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ খুইয়েছে তামিম ইকবালের দল। বাকি থাকা ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলতে টাইগাররা এখন চট্টগ্রামে। 

চট্টগ্রামে শেষ ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের মূল্য জানিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকায় মিলবে টিকিট। 

ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন বিটাক চত্ত্বরের পাশে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে মিলবে টিকিট। 

টিকিট মূল্যের বিবরণ-

গ্র‍্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা

রুফ টপ হসপিটালিটি- ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ১০০০ টাকা

ক্লাব হাউজ- ৫০০ টাকা

ইস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা

ওয়েস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা। 

আগামী ৬ মার্চ ওয়ানডে ও ৯ মার্চ টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। 

৯৭ প্রতিবেদক

Read Previous

রাজ্যের ব্যস্ততা, তবুও মোহামেডানের সঙ্গে চুক্তি সারলেন সাকিব

Read Next

বিসিএল ফাইনালে সাদমানের অপরাজিত সেঞ্চুরি

Total
0
Share