

আগামী ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচের আগে ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছে গেছে টাইগাররা। তবে দলের সঙ্গে চট্টগ্রামে যাননি সাকিব আল হাসান। ঢাকায় সিসিডিএম কার্যালয়ে গিয়ে ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) এর দলবদল সেরেছেন এই তারকা অলরাউন্ডার।
২০২১ সালে ডিপিএলে ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের অংশ ছিলেন সাকিব। তবে দল সুপার লিগে উঠতে অসমর্থ হলে পরে ক্লাবের অনুমতি নিয়েই সাকিব খেলেন লেজেন্ডস অব রুপগঞ্জের পক্ষে। এবার আবার মোহামেডানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সেরে নিয়েছেন দলবদল।
অনলাইনে দলবদলের সুযোগ থাকলেও স্বশরীরেই আসেন সাকিব। যদিও মোহামেডান তাকে কয়টি ম্যাচের জন্য পাবে তা নিশ্চিত নয়।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে আইপিএল খেলতে ছুটবেন সাকিব।
এই ব্যস্ততার মাঝে সাকিবকে অন্তত সুপার লিগে পাবার আশা করছেন মোহামেডানের ক্লাবকর্তা তারিকুল ইসলাম। তিনি গনমাধ্যমে বলেন, ‘সাকিবের ব্যস্ততা আছে এটা ঠিক। তবে সুপার লিগ যেহেতু ইদের পর হবে, আমরা আশা করছি তাকে সেখানে পাব।’
সাকিবের সঙ্গে মোহামেডানে খেলবেন মোহাম্মদ আশরাফুল, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক জুনিয়র, শুভাগত হোম, খালেদ আহমেদরা।