

আজম খান ও অ্যালেক্স হেলসের দুর্দমনীয় ব্যাটিংয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। রান প্রসবা ম্যাচে করাচি কিংসকে তারা হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। বিফলে যায় ইমাদ ওয়াসিমের সেঞ্চুরি ছুই ছুই ইনিংস।
২০২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে একটুও ভেঙে পড়েনি ইসলামাবাদের ব্যাটিং লাইন আপ। শুরুটা হয়েছিল হেলসের ১৬ বলে ৩৪ রানের মধ্য দিয়ে।
পাওয়ারপ্লের রসদকে কাজে লাগিয়ে পরবর্তীতে ফাহিম আশরাফের সাথে আজমের ১২৫ রানের জুটি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় ৪ বল হাতে রেখে। ফাহিমের সংগ্রহ ছিল ৪১ রান।
তবে সবাইকে ছাড়িয়ে যান আজম। ৪১ বলে ৮ চার ও ৪ ছয়ে ৭২ রানে অপরাজিত থেকে দলের জয়ের মূল কৃতিত্ব তার। স্বভাবতই ম্যাচ সেরার পুরস্কারও তার দখলে যায়।
করাচির পক্ষে মোহাম্মদ আমির, আমের ইয়ামিন ও তাব্রাইজ শামসি ১টি করে উইকেট পেলেও খরুচে বোলিংয়ে দলকে ডুবিয়েছেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে এক ইমাদ ওয়াসিমের ব্যাটিং ঝলকে ২০১ রানের বড় স্কোর গড়ে করাচি। ইমাদ ৫৪ বলে ১১ চার ও ২ ছয়ে ৯২ রানে নটআউট থাকেন। ২য় সর্বোচ্চ ৩০ রান ইরফান খানের।
ইসলামাবাদের টম কারেন ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
করাচি কিংস: ২০১/৫ (২০), শারজিল ৮, রসিংটন ২০, তাহির ১৯, শোয়েব ১২, ইমাদ ৯২*, ইরফান ৩০, ওয়েড ১৩*; রইস ৪-০-৫২-১, হাসান ৪-০-৪০-১, ফাহিম ৩-০-৩৫-১, টম কারেন ৪-০-৪৩-২
ইসলামাবাদ ইউনাইটেড: ২০৪/৪ (১৯.২), মুনরো ১১, হেলস ৩৪, ডুসেন ২২, ফাহিম ৪১, আজম ৭২*, আসিফ ১০*; আমির ৪-০-৪০-১, ইয়ামিন ৩.২-০-৪২-১, শামসি ৪-০-৪০-১
ফলাফল: ইসলামাবাদ ইউনাইটেড ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: আজম খান ( ইসলামাবাদ ইউনাইটেড)।