

হ্যারি ব্রুক, ইংল্যান্ডের টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ ২৪ বছর বয়সী এই ওপেনার সম্প্রতি ওয়ানডে স্টাইলে টেস্ট খেলে আলোচনায় এসেছেন। পরিসংখ্যান বলছে ডানহাতি এই ব্যাটারের মাত্র ৬ ম্যাচে ৮০৯ করার কৃতিত্ব অন্য কোনো খেলোয়াড়ের নেই।
তবে এবার হ্যারি ব্রুকের ক্যারিয়ারে নতুন একটি অধ্যায়ের সূচনা হতে চলেছে। এবছর জুনে লন্ডনে অনুষ্ঠিততব্য ইউরোপের প্রধান বেসবল লীগের আ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি এবং ইংল্যান্ডের নারী ক্রিকেট দলের ইসি ওয়াং।
এবছর ইউরোপের বসন্ত মৌসুমে ফ্লোরিডায় সেন্ট লুইস কার্ডিনালস দলে যোগ দিবেন হ্যারি ব্রুক। ২৪ এবং ২৫ জুন লন্ডন স্টেডিয়ামে শিকাগে কিউবসের সাথে দুটি ম্যাচ খেলবে লুইস কার্ডিনালস।
এমএলবি প্রেস ব্রিফিংয়ে হ্যারি ব্রুকস বলেন, “ম্যাচগুলো খেলতে আমি খুব অধীর আগ্রহী, হোম রান শট খেলার জন্য নিজেকে আর অপেক্ষা করাতে পারছি না। “
মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো বেসবল টুর্নামেন্টের অংশ হওয়া বেশ উত্তেজনাপূর্ন হবে এবং যুক্তরাজ্যে এ খেলার অনুশীলন বাড়ার পাশাপাশি আলাদা একটি ভক্ত সমর্থক তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হ্যারি ব্রুক।
ইংল্যান্ড নারী দলের আরেক টেস্ট খেলুড়ে ইসি ওয়াং কিছুদিন আগেই ভারতের প্রথম নারী আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। তাকেও বেসবলের এই টুর্নামেন্টের প্রমোশনাল অনুষ্ঠানে কিউবসের জার্সি গায়ে দেখা গেছে। অবশ্যই বেসবলে ক্রিকেটারদের জন্য শিক্ষনীয় কিছু বিষয় আছে বলে মন্তব্য করেছেন ইসি ওয়াং।
হ্যারি ব্রুকও এই টুর্নামেন্টের অংশ হয়ে বেসবল এবং ক্রিকেটের মিল অমিল খুঁজতে চান। ছয় মারা এবং হোম রান শট খেলার আনন্দ এক কি-না তা জানারও উপায় পাবেন এই টুর্নামেন্টে। সে নিজে আরও দক্ষ হতে সচেষ্ট হবেন যেনো কোচ ব্রান্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের অধীনে অল আউট বেসবল টেস্টে চিত্তাকর্ষক কিছু করতে পারেন।