হারার পেছনে অনেক কারণ আছে বলছেন তামিম

হারার পেছনে অনেক কারণ আছে বলছেন তামিম
Vinkmag ad

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সমানে সমান লড়াই করলেও দ্বিতীয় ওয়ানডেতে পাত্তা পায়নি বাংলাদেশ। ৩২৬ রান তাড়া করতে গিয়ে ১৯৪ রানেই গুটিয়ে যায় তামিম ইকবালের দল। ১৩২ রানের বড় পরাজয়ের পেছনে কারণ খুজে নিয়েছেন অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান শুরুতেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়েই ব্যাকফুটে চলে যায় তার দল। গোল্ডেন ডাকের স্বাদ পান লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিম করতে পারেননি ৪ রানের বেশি।

তামিম বলেন, ‘যখন আপনি প্রথম ওভারেই ২ উইকেট হারাবেন, ৩য় উইকেট ২য় ওভারে (আসলে ৩য় ওভারে) তখন আপনি বিপদে থাকবেন। তখন আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে। যেটা আমি ও সাকিব করার চেষ্টা করেছি।’

‘আমরা ৩২৬ তাড়া করছিলাম। কোন এক সময়ে কাউকে সুযোগ নিতে হত। দুর্ভাগ্যজনকভাবে যখন আমি চেষ্টা করেছি তখন সেটা আমাদের পক্ষে যায়নি। শুরুতেই ৩ উইকেট হারিয়ে ফেলার পর এটা খুব কঠিন হয়ে গিয়েছিল ৩২৬ রান তাড়া করার।’

তবে শুধু এটাই নয়, বোলিংকেও দায় দিয়েছেন তামিম। তার মতে শুরুতে বোলিং ভালো করেনি তার বোলাররা।

‘আমার কাছে মনে হয় ম্যাচ থেকে ছিটকে যাবার আরও অনেক কারণ আছে। আমার কাছে মনে হয় প্রথম ৩-৪ ওভার আমরা খুব ভালো বোলিং করিনি। টসে জিতে যখন আমরা বোলিং নিই তখন উইকেটে পর্যাপ্ত সাহায্য ছিল। আমরা আরও ভালো বোলিং করতে পারতাম।’

‘ঐ সময় একটা রান আউটের সুযোগ এসেছিল। আমরা যদি সেটা নিতে পারতাম তাহলে হয়তো ৫০-৬০ রান উপর-নিচ হতে পারত। আমার কাছে মনে হয় উইকেটটা আজ যে ধরণের ছিল, রান যদি ২৬০-৭০ হত তাহলে আমরা সেটা চেজ করতে পারতাম। আর যতই রান হোক না কেন, যদি শুরুতেই ৩ উইকেট হারিয়ে ফেলি তাহলে আপনি ব্যাকফুটেই পড়ে যান। শুধু একটা কারণ ছিল না, অনেকগুলা কারণ ছিল।’

৯৭ প্রতিবেদক

Read Previous

শামীম ছিলেন, শামীম নেই!

Read Next

ক্রিকেটার হ্যারি ব্রুক যখন বেসবল লিগে

Total
0
Share